আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমের শেষে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন রোমার ডিফেন্ডার এবং ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের তারকা ডিফেন্ডার ম্যাটস হামেলস। 

 

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৬ বছর বয়সী এই ফুটবলার জানান, ‘এটা এমন এক মুহূর্ত, যা কোনও ফুটবলারই এড়িয়ে যেতে পারেন না। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে ১৮ বছরেরও বেশি সময় ধরে। আমি এবার আমার কেরিয়ারে ইতি টানছি’।

 

 

বায়ার্ন মিউনিখের জুনিয়র দল থেকে উঠে এসেছিলেন হামেলস। মাত্র ১৮ বছর বয়সে বার্য়ানের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় তাঁর। পরে তিনি বরুসিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান। যেখানে জার্মান কোচ য়ুর্গেন ক্লপের অধীনে টানা দু’বারের বুন্দেশলিগা শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।

 

সেন্টার-ব্যাক জেরোম বোয়াটেংয়ের সঙ্গে রক্ষণ সামলানো হামেলস ২০১৪ বিশ্বকাপ ফাইনালে পুরো ৯০ মিনিট খেলেন, যেখানে জার্মানি ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয় করে।

 

পরবর্তীতে আবার বায়ার্ন মিউনিখে ফিরে যান হামেলস। সেখানে আরও তিনবার লিগ শিরোপার খেতাব ওঠে তাঁর মাথায়। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্য কোনওদিনই পূরণ হয়নি হামেলসের। ২০১৯ সালে তিনি ডর্টমুন্ডে ফেরার এক বছর পরেই অবশ্য পিসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন।

 

ডর্টমুন্ডের হয়ে ৫০৮টি এবং বায়ার্নের হয়ে ১১৮টি ম্যাচ খেলা হামেলস ২০২৪ সালে যোগ দেন রোমায়। সেখানে এক মরশুম খেলার পর অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। অবসরের ঘোষণার পর হামেলসকে ‘অনুপ্রেরণা’ বলে জানিয়েছেন জার্মানির জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমান।