আজকাল ওয়েবডেস্ক: অনুশীলনে গরহাজির রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচ জয়ের পর দু’দিন বিশ্রাম নিয়েছিল ভারতীয় দল। বুধবার থেকে পুনরায় শুরু হয় অনুশীলন। আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
 
 বুধবারের নেট সেশনে দেখা যায়নি ভারত অধিনায়ককে। আর তাতেই তৈরি হয়েছে আশঙ্কা। সুস্থ তো রোহিত? প্রসঙ্গত, বুধবার দুবাইয়ে আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করে ভারত। ক্রিকেটারদের ফুটবল খেলতে ও দৌড়তে দেখা যায়। কিন্তু রোহিত সেখানে ছিলেন না। সূত্রে দাবি করা হয়েছে, দলের স্ট্রেনথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে সামান্য জগিং করেন রোহিত। ওই সূত্রে দাবি করা হয়েছে, পাক ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোহিত। তবে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছিলেন, তিনি সুস্থই আছেন। চিন্তার কোনও কারণ নেই।
 
 ওই সূত্রে দাবি করা হয়েছে, রোহিত থ্রোডাউনে অংশ নেননি। শুধু শ্যাডো ব্যাটিং অনুশীলন চালান। বেশ কিছুক্ষণ কথা বলেন হেড কোচ গৌতম গম্ভীর ও বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে। 
 
 তবে অনুশীলনে বিরাট ছিলেন চনমনে। দীর্ঘক্ষণ স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন চালান। দলের স্পিনারদের পাশাপাশি নেট বোলারদের বিরুদ্ধেও অনুশীলন সারেন। 
 
 অনুশীলনে সামিকেও পুরো রান আপে বল করতে দেখা গেছে। অর্শদীপ, রানারাও ছিলেন অনুশীলনে। বোলিং কোচ মরনি মরকেলও দলীয় অনুশীলনে যোগ দেন। গম্ভীরের সঙ্গে দীর্ঘ আলোচনাও সারেন। রোহিত ছাড়া অনুশীলনে ছিলেন না শুভমান। তবে গিল সুস্থই আছেন। 
