আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি। তুঙ্গে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জল্পনা। দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচেই শূন্য করেছেন বিরাট। অ্যাডিলেডে আউট হয়ে ফেরার পর দর্শকদের উদ্দেশে তাঁর ‘গুডবাই’ জানানো রীতিমতো জল্পনা ছড়িয়েছে। নানা জল্পনা ছড়াচ্ছে। তিনি অ্যাডিলেডকে গুডবাই জানালেন? নাকি অস্ট্রেলিয়াকে? শেষবার এই দেশে আসার জন্য। নাকি অবসরের ইঙ্গিত দিলেন।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দাঁড়িয়ে বিরাটের মোট সম্পত্তির পরিমাণ ১০৫০ কোটি টাকা। ২০২৪ সালের তুলনায় চলতি বছর বিরাটের সম্পত্তির পরিমাণ বেড়েছে। আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেট খেলে রোজগার করা টাকা, একাধিক ব্যবসায়িক চুক্তি তো আছেই।
পরিসংখ্যান বলছে, বিরাট কোহলির বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তি ৭ কোটি টাকা। এখন আর বিরাট টেস্ট বা টি–টোয়েন্টি খেলেন না। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে পান প্রতি ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা।
আইপিএলে আরসিবির সঙ্গে চুক্তি ২১ কোটি টাকার।
আরও পড়ুন: ‘এটাই তোমার শেষ ম্যাচ ছিল’, রোহিতকে বলেই দিলেন গম্ভীর! আর ২২ গজে দেখা যাবে না হিটম্যানকে?
ব্যবসায়িক চুক্তির মধ্যে রয়েছে ব্রান্ড এনডোর্সমেন্ট ও বিভিন্ন ব্যবসায়িক চুক্তির বিষয়টা। যেমন পুমা, এমআরএফ, টিসঅট, মান্যবর ও ওয়ান এইটের সঙ্গে বিরাটের মোটা অঙ্কের চুক্তি রয়েছে। এক একটি সংস্থার সঙ্গে চুক্তি অন্তত সাড়ে সাত কোটি থেকে ১০ কোটি টাকার। এছাড়া ইনস্টাগ্রাম পোস্ট থেকে বিরাটের বার্ষিক আয় ৮.৯ কোটি টাকা। আর এক্স হ্যান্ডলে প্রতিটি পোস্টে পান আড়াই কোটি টাকা করে।
এছাড়া নিজস্ব ব্যবসার মধ্যে রয়েছে রেস্তরাঁ, স্টার্টআপ ইনভেস্টমেন্ট ও অ্যাপারেল ব্রান্ড। সেখান থেকেও প্রচুর রোজগার হয় বিরাটের।
এখন বিরাট যদি শনিবার অবসর নিয়ে ফেলেন, তাহলে এনডোর্সমেন্ট বা ব্রান্ড ভ্যালু বাবদ কোটি কোটি টাকা কিন্তু লোকসান হবে কোহলির।
