আজকাল ওয়েবডেস্ক: হেডিংলিতে ৩৭১ তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। আবার এজবাস্টনে ভারত জিতেছে। কিন্তু লর্ডসে ১৯৩ রান তাড়া করে হারতে হয়েছে। এই পরিস্থিতিতে রবি শাস্ত্রী মনে করছেন, ভারতে সিরিজে ৩–০ এগিয়ে যাওয়া উচিত ছিল। অর্থাৎ শাস্ত্রী বলছেন, পাঁচ টেস্টের সিরিজ এতদিনে জিতে যাওয়া উচিত ছিল টিম ইন্ডিয়ার।
সেখানে ভারত ১–২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। শাস্ত্রীর কথায়, ‘ভারত যদি কিছুটা ভাগ্যের সহায়তা পেত, তাহলে সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকত ভারত। লর্ডস টেস্টের মোড় ঘরানো মুহূর্ত ঋষভ পন্থের আউট। বেন স্টোকস উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে। বলটা অসাধারণ থ্রো করেছে। পন্থ ওই সময় আউট না হলে ভারত প্রথম ইনিংসে এগিয়ে গিয়ে অ্যাডভান্টেজ পেতে পারত। কারণ ভারত সেই সময় চালকের আসনে ছিল।’
এছাড়াও রবি শাস্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে করুণ নায়ারের আউটের কথা। তিনি যোগ করেছেন, ‘একটা সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৪১। ব্রাইডন কার্সের বল ছেড়ে দিয়ে লেগবিফোর হয় করুণ। মনঃসংযোগের ব্যাঘাত ঘটেছিল। এর পরেই প্রবলভাবে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। দিনের শেষে করুণের আউটটাই ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিয়েছিল।’
আরও পড়ুন: গিলকে আরও সময় দিতে হবে, তরুণ অধিনায়কের পাশে দাঁড়িয়ে বার্তা সৌরভের
শাস্ত্রী আরও জানিয়েছেন, ‘জাদেজা, বুমরা এবং সিরাজ যখন ব্যাট করছিল, বল কিন্তু তখনই বেশ পুরনো হয়ে গিয়েছিল। তখন কিন্তু বল তেমন কিছু জাদু দেখায়নি। ওরা দুরন্ত ডিফেন্স করেছে। কিন্তু মাত্র ২২ রানে হেরে গেল ভারত। যদিও এই তিনজনেরই প্রশংসা করতে হবে। ওরা যদি আরও একটু মানসিক দৃঢ়তার পরিচয় দিত, তাহলে ম্যাচটা জিতে আসতে পারত ভারত।’ ইংল্যান্ডের প্রশংসাও করেছেন তিনি।
প্রসঙ্গত, ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট।
এদিকে, লর্ডস টেস্ট হারলেও শুভমনের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মূলত আগ্রাসী মনোভাবের জন্যই সমালোচিত হচ্ছেন গিল। যদিও সৌরভের দাবি, সময় দিলে ঠিক শিখে যাবেন গিল। সৌরভ বলেছেন, ‘শুভমন ঠিক নিজের মতো করে ব্যাপারটা সামলে নেবে। অধিনায়ক হিসাবে সব শিখে যাবে। কেউ তো আর পুরোদস্তুর অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্ব দিতে নামে না। বার্মিংহামে কত ভাল নেতৃত্ব দিয়েছে। আরও ভাল দেবে। ওকে আর একটু সময় দিতে হবে।’ শুভমনের ব্যাটিং বিদেশে তাঁর চোখে দেখা সেরা বলে বর্ণনা করেছেন সৌরভ। তাঁর কথায়, ‘ব্যাটার হিসাবে অসাধারণ খেলেছে। বিদেশের মাটিতে এই প্রথম ওকে এত ভাল খেলতে দেখলাম। প্রথমে হেডিংলেতে শতরান এবং বার্মিংহামে পর পর শতরান।’
তবে লর্ডস টেস্ট হারায় হতাশ সৌরভ। বলেছেন, ‘যেভাবে ভারত এই সিরিজে ব্যাট করেছে তাতে অনায়াসে ১৯০ তাড়া করে জিততে পারত। দলের ব্যাটিং গভীরতা অসামান্য। আমি নিশ্চিত ওরা আমার থেকেও বেশি হতাশ। ২–১ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল। দুটো জুটি হলেও ম্যাচটা জিততে পারতাম। ব্যাটিং কাকে বলে সেটা জাদেজা, বুমরা এবং সিরাজ দেখিয়ে দিয়েছে। বাকিরাও যদি ওদের মতো খেলতে পারত তা হলে ভারত ম্যাচটা জিতত।’
