আজকাল ওয়েবডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করতে চায় দেশের অলিম্পিক সংস্থা। কিন্তু তার আগেই ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়ে যেতে পারে ভারত। আয়োজক শহর হতে পারে আমেদাবাদ। ৩১ মার্চ আবেদন জানানোর শেষ দিন।
বিপুল খরচের জন্য ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। পরিস্থিতি বুঝে আসরে নেমে পড়েছে ভারত। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস গুজরাটের আমেদাবাদ শহরে করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এমনটাই সূত্রের দাবি।
প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসের জনপ্রিয়তা আর আগের মতো নেই। তার উপর রয়েছে বিপুল খরচ। এই খরচের কথা ভেবেই ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। পরে সেই গেমস আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসগো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবে না। ২০৩০ কমনওয়েলথ গেমসেও একই পরিস্থিতি। ২০৩০ সালের আগস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল কানাডার অ্যালবার্টায়। কিন্তু খরচের ভয়ে তারাও সরে দাঁড়িয়েছে। ফলে ২০৩০ কমনওয়েলথ গেমস আদৌ হবে কী না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি ঘুরে গেছে। ভারত আয়োজনে আগ্রহ দেখিয়েছে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্রের দাবি, ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চেয়ে দরপত্র জমা দিয়েছে ভারত। আসর বসবে আমেদাবাদে। প্রসঙ্গত, ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। সূত্রের দাবি, ২০২৮–এর মধ্যে অলিম্পিক আয়োজনের মতো করে তৈরি হয়ে যাবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তার আগেই যদি কমনওয়েলথ গেমস আয়োজন করা যায় তো মন্দ কী!
