আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ শেষ হলেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। ২৪ সেপ্টেম্বর, অর্থাৎ বুধবার দল ঘোষণা করা হতে পারে। দলে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাদ দেওয়া হতে পারে করুণ নায়ারকে। দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ফেরেন। কিন্তু ইংল্যান্ডে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। চোট সারিয়ে ফেরার সম্ভাবনা নেই ঋষভ পন্থের। তাই উইকেটের পেছনে ধ্রুব জুরেল প্রথম পছন্দ। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নারায়ণ জগদীশনকে নেওয়া হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে আট ইনিংসে ২০৫ রান করেন করুণ। গড় ২৫.৬। মাত্র একবার ৫০ রানের বেশি করেন। এক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, দুই ম্যাচের সিরিজে সুযোগ নাও পেতে পারেন করুণ। মিডল অর্ডারের জন্য দেবদত্ত পাড়িক্কলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
ভারত-ইংল্যান্ড সিরিজ ২-২ এ ড্র হলেও, দুই দলের ব্যাটাররা রানের পাহাড় গড়ে। সিরিজে ৭০০০ রান হয়। তারমধ্যে রয়েছে ২১টি শতরান এবং ২৯টি অর্ধশতরান। নায়ারের তুলনায় ফর্মের বিচারে সম্প্রতি পাড়িক্কল এগিয়ে। কয়েকদিন আগে লখনউতে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ১৫০ রান করেন। অন্যদিকে ইংল্যান্ড সিরিজের পর আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি নায়ার। নীতিশ রেড্ডির জায়গা নিয়েও কথা চলছে। কিন্তু লাল বলের ক্রিকেটে ভারতের তেমন পেস বোলিং অলরাউন্ডার নেই। তাই হয়তো শেষপর্যন্ত তাঁকে রাখা হতে পারে। দুটো পরিবর্তন ছাড়া ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনা কম। ইংল্যান্ড সিরিজের দলই ধরে রাখা হতে পারে। বিশেষ পরীক্ষার পথে হাঁটা হবে না। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, বুধবার একটি বৈঠকের পর ভারতীয় দল ঘোষণা করা হবে। ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম টেস্ট। ১০ অক্টোবর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার আরও জোরদার করতে তেজনারায়ন চন্দ্রপাল এবং অ্যালিক আথানেজকে ডাকা হয়েছে। বাঁ হাতি স্পিনার খারি পিয়ের দলে নতুন মুখ। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে গুদাকেশ মোতিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই দ্বিতীয় স্পিনার হিসেবে পিয়েরকে দলে রাখা হয়েছে।
সম্ভাব্য ভারতীয় দল:
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশ রেড্ডি, এন জগদীশন।
