আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রবিচন্দ্রন অশ্বিনের পোস্ট ঝড় তুলে দিল। কাকে উদ্দেশ্য করে যে তিনি এই পোস্ট করলেন, সেটাই অনেক বুঝতে পারছেন না। কেউ মনে করছেন গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন। আবার কেউ মনে করছেন বিরাট কোহলিই উদ্দিষ্ট ব্যক্তি।
নাইকে-র লোগোর আদলে লেখা, 'জাস্ট লিভ ইট'। নাইকের ট্যাগলাইন 'জাস্ট ডু ইট'।
আরও পড়ুন: 'শুধু কি অ্যাডিলেড নাকি সবার জন্য...', ব্যর্থতার দিনে কোহলির 'অঙ্গভঙ্গি' নিয়ে শুরু চরম জল্পনা ...
বিরাট কোহলি এদিনও ব্যর্থ। চার বলেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস। অ্যাডিলেডে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময়ে কোহলিকে গ্লাভস নাড়াতে দেখা গিয়েছে। অনেকেই বলছেন, এটা কি কেবলই অ্যাডিলেডের জন্য নাকি সবার জন্য? হয়তো এটাই কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর। সেই অজি-ভূমে কোহলির ব্যাট চলল না। সেটা দেখেই কি অশ্বিন কোহলিকে অবসরের কথা বললেন রহস্যময় এক পোস্টের মাধ্যমে? নাকি গৌতম গম্ভীরকে ভারতের হেড কোচের চাকরি ছেড়ে দিতে বললেন? অশ্বিনের পোস্ট নিয়ে রহস্য। কোহলি রান পাননি। গম্ভীরের দলগঠন নিয়ে প্রশ্ন উঠছে। উইকেট নেওয়ার ক্ষমতা থাকা কুলদীপ যাদবকে বাইরে কেন রাখা হল, তা নিয়ে অনেকে চর্চা শুরু করেছেন।
— Ashwin ???????? (@ashwinravi99)Tweet by @ashwinravi99
ভারত অধিনায়ক শুভমান গিল সিরিজ হেরে বলছেন, ২৬৪ রান কম ছিল না। কিন্তু ফিল্ডিংয়ের জন্যই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে। কথায় বলে ক্যাচ ধরো, ম্যাচ জেতো। ভারত ক্যাচ ছেড়েই ম্যাচ হারল বলে মনে করেন গিল।
ম্যাথু শর্ট দু'বার জীবন ফিরে পান। একবার তাঁর ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল। আরেকবার মহম্মদ সিরাজ। নীতীশ কুমার রেড্ডি ছাড়েন ট্রাভিস হেডের ক্যাচ। তবে তাতে বেশি ক্ষতি হয়নি ভারতের। কারণ হেড এদিন বিপজ্জনক হয়ে উঠতে পারেননি। কিন্তু শর্টের ক্যাচ ছেড়ে দেওয়াটা ভারতকে খাদের কিনারায় ঠেলে দেয়। ভারত অধিনায়ক শুভমান গিল আলাদা করে কারও নাম উল্লেখ করেননি। তবে ক্যাচ হাতছাড়া করা এই তিন ক্রিকেটারের দিকেই আঙুল তুলেছেন তিনি।
অশ্বিনের রহস্যে ঘেরা পোস্ট কাদের প্রতি করা তা নিয়ে চলছে জোর চর্চা।
আরও পড়ুন: স্ট্রাইক রেটের উন্নতি ঘটাতে বলেছিলেন হেসন, বাকিদের ব্যর্থতায় পাক দলে ফিরলেন এই তারকা
