আজকাল ওয়েবডেস্ক: শুধু জাতীয় দলের হয়ে নয়, রাজ্য দলের হয়ে একসঙ্গে খেলেছেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার।
দুই ক্রিকেটারের রসায়ন বেশ ভাল। তার প্রভাব পড়ে বাইশ গজে। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন রোহিত ও শ্রেয়সের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হল একটা সিঙ্গল নেওয়াকে কেন্দ্র করে। দুই ক্রিকেটার পারস্পরিক মৃদু 'তর্কাতর্কি'তে মেতে উঠলেন। তাঁদের কথাবার্তা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে। রোহিত শ্রেয়সকে বোঝানোর চেষ্টা করছেন রানটা হয়ে যেত। সেই রানটাই আর নেওয়া হল না। রোহিতের কথা শুনে আইয়ার বলেন, ''তুমিই তো কল দিতে পারতে।'' ঠিক কী কথা হয়েছিল রোহিত ও শ্রেয়সের মধ্যে?
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন এই ক্রিকেটার, অশ্বিনের বদলে কাকে নেবে চেন্নাই জানুন ...
রোহিত-আরে শ্রেয়স, এটা তো হয়ে যেত।
শ্রেয়স-আরে তুমি তো কলটা দেবে। পরে আমাকে আর বলতে যেত না। আমার দিকেও আর তাকিও না।
রোহিত-কল তো তোকেই দিতে হবে রে।
রোহিত-ও সাত নম্বর ওভার করছে।
শ্রেয়স-ও কোন অ্যাঙ্গেলে দৌড়চ্ছে এটা আমি বুঝতেই পারছি না।
শ্রেয়স-কল দো না।
রোহিত-আমি এই কল দিতে পারব না।
শ্রেয়স -ও তো তোমার সামনেই আছে।
রোহিত ও শ্রেয়স ব্যাটিংয়ের সময়ে নিজেদের মধ্যে মজার আলাপচারিতায় মেতে উঠলেও ইনিংস গোছানোর কাজটা করেন দুই মুম্বইকর। তৃতীয় উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ দু'জনের। সেই সময়ে এই দুই মুম্বইকর যদি পার্টনারশিপ না গড়তেন তাহলে ভারতের রান ভদ্রস্থ দেখাত না। প্রথমে ব্যাট করতে নেমে একসময়ে ২ উইকেট চলে গিয়েছিল ১৭ রানে। সেখান থেকে রোহিত-শ্রেয়সের পার্টনারশিপ ও পরের দিকে অক্ষর প্যাটেল (৪৪) ও হর্ষিত রানার (২৪*) সৌজন্যে ভারত করে ৯ উইকেটে ২৬৪ রান।
অ্যাডিলেডে ব্যর্থ বিরাট কোহলি। তাঁর ব্যর্থতার দিনে নজর কাড়লেন রোহিত। অ্যাডিলেডে করলেন লড়াকু ৭৩। ৯৭ বলের ইনিংস মোটেই রোহিত সুলভ নয়। তবে মেরেছেন সাতটি চার ও দুটি ছয়।
Stump mic captures Rohit Sharma vs Shreyas Iyer ????????
— Star Sports (@StarSportsIndia)
Whose call was it really?✍????????#AUSvIND ???? 2nd ODI | LIVE NOW ???? https://t.co/dfQTtniylt pic.twitter.com/YipS5K9ioaTweet by @StarSportsIndia
প্রথম ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত–অস্ট্রেলিয়া লড়াইয়ে হাজার রানের মালিক হলেন রোহিত। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে হাজার রান করলেন হিটম্যান। ২১ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। বিরাটের অস্ট্রেলিয়ায় রান রয়েছে ৮০২, আর শচীনের ৭৪০। এতকিছুর পরেও কিন্তু অজিদের বিরুদ্ধে ভারত রানের ইমারত গড়তে পারেনি। আর অজি-ভূমে বড় রান না করলে ম্যাচ জেতা কঠিন।
আরও পড়ুন: টানা দু' ম্যাচে ডাক, কোহলির কেরিয়ার কি শেষের পথে?
