আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেট থেকে কেন কিছুদিনের জন্য সরে গিয়েছিলেন? অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার। অ্যাডিলেডে মোক্ষম সময়ে তিনি এবং রোহিত শর্মা জুটি বাঁধেন। ওই সময়ে জুটি না বাঁধলে ভারত আরও কম রানে হয়তো শেষ হয়ে যেত। 

শ্রেয়স আইয়ার লাল বলের ফরম্যাট থেকে সরে থাকার কারণ প্রসঙ্গে শ্রেয়স আইয়ার বলেন,''যখন আমি লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ফিল্ডিং করি, তখন আমি বুঝতে পারি যে আমার তীব্রতা কমে যায়। আন্তর্জাতিক স্তরে, এটি পার্থক্য আনতে পারে। ওয়ানডেতে বিশ্রাম নেওয়ার সময় থাকে। শক্তি সঞ্চয়ের জন্য সময় থাকে। তাই ম্যানেজ করে নেওয়া যায়। এর উপরে ভিত্তি করেই আমি পরিকল্পনা পরিবর্তন করি।'' 

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন এই ক্রিকেটার, অশ্বিনের বদলে কাকে নেবে চেন্নাই জানুন ...

তিরিশ বছর বয়সি ক্রিকেটার টেকনিক্যালি কিছু পরিবর্তন এনেছেন নিজের ব্যাটিংয়ে। শ্রেয়স আইয়ার বলছেন, ''হঠাৎ করে যে নিজের ব্যাটিং কৌশলে পরিবর্তন এনেছি তা নয়। গত বছর থেকে আমি আপরাইট স্টান্স নিতাম। বিশেষ করে সেই উইকেটে যেখানে বাউন্স প্রত্যাশার চেয়ে একটু বেশি। আমি আমার কোচের সঙ্গে এনিয়ে কাজ করেছি এবং উপকৃত হয়েছি। যে ধরনের স্টান্স নিয়ে ছোটবেলা থেকে খেলেছি সেই স্টান্সে ফেরত চলে গিয়েছি। আর এটা খেটে গিয়েছে।''

এদিন তৃতীয় উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন রোহিত ও শ্রেয়স। প্রথমে ব্যাট করতে নেমে একসময়ে ২ উইকেট চলে গিয়েছিল ১৭ রানে। সেখান থেকে রোহিত-শ্রেয়সের পার্টনারশিপ ও পরের দিকে অক্ষর প্যাটেল (৪৪) ও হর্ষিত রানার (২৪*) সৌজন্যে ভারত করে ৯ উইকেটে ২৬৪ রান। 
অ্যাডিলেডে ব্যর্থ বিরাট কোহলি।  তাঁর ব্যর্থতার দিনে নজর কাড়লেন রোহিত। অ্যাডিলেডে করলেন লড়াকু ৭৩। ৯৭ বলের ইনিংস মোটেই রোহিত সুলভ নয়। তবে মেরেছেন সাতটি চার ও দুটি ছয়। শ্রেয়স খেলেন ৬১ রানের ইনিংস। রোহিত ও শ্রেয়স ব্যাট করার সময়ে রান নেওয়া নিয়ে মৃদু তর্কাতর্কিও দেখা যায়। শুধু জাতীয় দলের হয়ে নয়, রাজ্য দলের হয়ে একসঙ্গে খেলেছেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। 
দুই ক্রিকেটারের রসায়ন বেশ ভাল। তার প্রভাব পড়ে বাইশ গজে। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন রোহিত ও শ্রেয়সের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হল একটা সিঙ্গল নেওয়াকে কেন্দ্র করে। দুই ক্রিকেটার পারস্পরিক মৃদু 'তর্কাতর্কি'তে মেতে উঠলেন। তাঁদের কথাবার্তা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে। রোহিত শ্রেয়সকে বোঝানোর চেষ্টা করছেন রানটা হয়ে যেত। সেই রানটাই আর নেওয়া হল না। রোহিতের কথা শুনে আইয়ার বলেন, ''তুমিই তো কল দিতে পারতে।'' দুই তারকা ব্যাটারের কথোপকথন শোনার পরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। 

আরও পড়ুন:‌ টানা দু' ম্যাচে ডাক, কোহলির কেরিয়ার কি শেষের পথে?