আজকাল ওয়েবডেস্ক:‌ পারথে ব্যর্থ হয়েছিলেন। করেছিলেন মাত্র ৮ রান। কিন্তু অ্যাডিলেডে সেই রোহিতের ব্যাট থেকেই এসেছে লড়াকু ৭৩ রান। যদিও তা ‘‌হিটম্যান’‌ সুলভ নয়। কারণ সেই করতে রোহিত খেলেছিলেন ৯৭ বল। এই আবহে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, অ্যাডিলেডেই নাকি ফেয়ারওয়েল ম্যাচ ছিল রোহিতের। সেই ডিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


এটা ঘটনা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কঠিন পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেছিলেন রোহিত শর্মা। ইনসাইড–আউট, পুল শট, সুইপ শট একে একে নিজের সব শট ঝুলি থেকে বার করেন তিনি। পুল শটে পরপর দু’টি ছক্কাও মারেন রোহিত। রোহিতের এমন ইনিংসের পর ক্রিকেটমহল মনে করছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এখন ‘সেফ জোনে’ রয়েছেন।

 

আরও পড়ুন:‌ আরও তিন বছর চুক্তি বাড়ালেন, ইন্টার মায়ামিতেই কেরিয়ার শেষ করার ইঙ্গিত মেসির 


ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, টিম হোটেলে যাওয়ার পথে রোহিতের সঙ্গে মজা করছেন গম্ভীর। সেই ভিডিওয় দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার কোচ বলছেন, ‘‌এটাই তোমার শেষ ম্যাচ ছিল। সবাই এমনই ভেবেছিল। এবার তো দয়া করে একটা ছবি পোস্ট করো।’‌ নেটিজেনরা এই মুহূর্ত কিন্তু রীতিমতো উপভোগ করেছেন।


এক নেটিজেন লিখছেন, ‘এখান থেকেই স্পষ্ট ভারতীয় দলের পরিবেশ একদম ঠিকঠাক রয়েছে। যাঁরা শুধু সমালোচনা করেন, তাঁদের মুখের উপর জবাব।’ আরেকজনের কথায়, ‘ভারতীয় ড্রেসিংরুমের সবকিছু ঠিক আছে। সতীর্থরা একে অপরের সঙ্গে মজা করছে। দলের পরিবেশ কতটা ভাল, তা এখান থেকেই পরিষ্কার।’ আবার অন্য একজন লিখেছেন, ‘গম্ভীরকে হাসতে দেখে ভাল লাগছে।’ 

 

আরও পড়ুন:‌ নিয়মরক্ষার ম্যাচে সিডনিতে ভারতের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা,‌ কোপ পড়বে রোহিত–কোহলির উপর?‌ ...


যদিও রোহিত রান পেলেও অ্যাডিলেডে হেরে গিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ হারতে হয়েছে। শনিবার সিডনির ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।