আজকাল ওয়েবডেস্ক: পারথে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ তুমুল বৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার অ্যাডিলেডে অবশ্য বৃষ্টি হয়নি। শনিবার সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে কী বৃষ্টি হবে?
 
 সিডনির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের শুরুতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ মেঘমুক্ত হবে আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হাওয়ার গতিবেগ একটু বেশি থাকতে পারে বিক্ষিপ্তভাবে। সাধারণ ভাবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকবে হাওয়ার গতিবেগ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৬ থেকে ৬৯ শতাংশের মধ্যে। সব মিলিয়ে ক্রিকেটের জন্য অনুকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সিডনির হাওয়া অফিস। 
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটারদের ‘জঙ্গি’ বলছেন নকভি ঘনিষ্ঠ, পাকিস্তানের আস্পর্ধা দেখে গোটা বিশ্ব চমকে গেল
 
 প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারত। নিয়মরক্ষার শেষ ম্যাচ জিতে সম্মান কিছুটা রক্ষা করতে চাইবেন শুভমান গিলরা। দুটি ম্যাচেই বিরাট রান পাননি। রোহিত অ্যাডিলেডে রান পেয়েছেন। এখন দেখার দুই ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয় কিনা। 
 
 অন্যদিকে, সিরিজ জিতে যাওয়ায় সিডনিতে শেষ একদিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হল। সিডনি ম্যাচের জন্য তিন জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে।
 
 গ্লেন ম্যাক্সওয়েল চোট সারিয়ে খেলার জন্য প্রস্তুত। বেন ডোয়ারসুইসও টি–টোয়েন্টি সিরিজে খেলবেন। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে। তিনি কব্জির চোট সারিয়ে সুস্থ। চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য ডোয়ারসুইসকে দলে নেওয়া হয়েছে। জশ ফিলিপকেও টি–টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে।
 
 নতুন পেসার মাহলি বিয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে টি–টোয়েন্টি দলে রাখা হবে। কারণ, জশ হ্যাজেলউডকে দ্বিতীয় ম্যাচের পর এবং শন অ্যাবটকে শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ডের প্রস্তুতির জন্য তৃতীয় ম্যাচের পর ছেড়ে দিতে হবে। শেফিল্ড শিল্ডে খেলে তাঁরা অ্যাশেজের জন্য প্রস্তুত হবেন।
 
 শেফিল্ড শিল্ডে খেলার জন্য এক দিনের দল থেকে ব্যাটার মার্নাস লাবুশানেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তিনিও অ্যাশেজের জন্য তৈরি হবেন। শনিবার সিডনিতে শেষ এক দিনের ম্যাচে দলে যোগ দিচ্ছেন জ্যাক এডওয়ার্ডস এবং ম্যাট কুনেম্যান।
