আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে পোশাকের মতো ‘গুরুত্বহীন’ বিষয় কখনও কখনও প্রজন্মের পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। ঠিক শুক্রবার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে যেমনটা হল ভারত অধিনায়ক শুভমান গিলের ক্ষেত্রে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে প্রথম টেস্টে গিলকে দেখা গিয়েছে সাদা জার্সির সঙ্গে কালো মোজা পরে ব্যাট করতে। এই ছোট্ট ব্যতিক্রমই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। গিল ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন, না কি নিছক দুর্ঘটনা—সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও, তার এই পোশাক-বিপ্লব নিঃসন্দেহে একপ্রকার ‘স্টেটমেন্ট’।

এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যেখানে টেস্ট ক্রিকেটে দিন দিন ইউনিফর্ম ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম আরও কড়া করছে, সেখানে এক তরুণ ভারতীয় অধিনায়কের এই ধরণের পোশাকে এই তফাৎ যেন অনেকটা স্যুটের সঙ্গে স্নিকার্স পরার মতো। প্রচলিত নিয়মের বিরোধী হলেও সাহসী সিদ্ধান্ত। এই ঘটনায় অনেকে মনে করছেন, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে লর্ডসের ব্যালকনিতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সেই বিখ্যাত জার্সি ওড়ানোর মুহূর্তকে। সৌরভের ওই আচরণ ছিল ভারতীয় ক্রিকেটে আত্মবিশ্বাস ও আগ্রাসনের প্রকাশ। যা একটা গোটা প্রজন্মের মানসিকতাকে বদলে দিয়েছিল।

অন্যদিকে গিলের কালো মোজা পরার ঘটনা অনেক বেশি নীরব, অনেক বেশি সূক্ষ্ম, তবুও এক নতুন মানসিকতার বহিঃপ্রকাশ। এমন একটা প্রজন্ম যারা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে ভালবাসেন। গিলের এই পদক্ষেপ একদিকে হতে পারে নিছকই একটা সিদ্ধান্ত আবার অন্যদিকে একটা সচেতনতার বার্তা। ভারতের বর্তমান বিদেশ সফরে গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এগিয়ে চলেছে নিজেদের ছন্দে। প্রথম টেস্টের প্রথম দিনেই এই ছবি—সাদা জার্সির সঙ্গে কালো মোজা—হতে পারে সেই সফরের প্রতীক। এমন একটা দল যারা ক্রিকেটের ঐতিহ্যকে সম্মান করে, কিন্তু নিজেদের সাহসিকতায় নতুন ইতিহাস লিখতে প্রস্তুত।