আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস হারের মুখে দাঁড়িয়ে দলকে রক্ষা করলেন ওপেনার জন ক্যাম্পবেল। তৃতীয় দিনের শেষে ৮৭ রানে অপরাজিত থেকে ব্যাটিং করে তিনি প্রমাণ করলেন, লড়াই এখনও শেষ হয়নি।
তাঁর সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক শাই হোপ (৬৬*), যিনি সমানতালে আক্রমণ ও সংযমের মিশেলে দলকে এগিয়ে নিয়ে যান। দুই ব্যাটারের মধ্যে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে দু’উইকেটে ১৭৩ রানে। ইনিংস হার এড়াতে এখনও ৯৭ রান প্রয়োজন। যদিও ভারতের জয় প্রায় নিশ্চিত, তবে ক্যাম্পবেল ও হোপের এই লড়াই দলের মনোবল নিঃসন্দেহে বাড়িয়ে দেবে ক্যারিবিয়ানদের নিউজিল্যান্ড সফরের আগে।
দিনের প্রথম দুটি সেশনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের পতন ঘটান বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। মাত্র ৮২ রানে ৫ উইকেট তুলে নিয়ে তিনি টেস্ট কেরিয়ারে পঞ্চমবারের মতো ‘ফাইভ-ফার’ সম্পূর্ণ করেন। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৮ রানে, ভারতের থেকে ২৭০ রানে পিছিয়ে থেকে ফলো-অন নিতে বাধ্য হয় তারা।
গত ১৫ টেস্টে এই নিয়ে পাঁচবার পাঁচ উইকেট নিলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিজের ক্ষমতা আরও একবার দেখিয়ে দিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ভারতের শুরুটা ছিল বিপজ্জনক। চা-বিরতির আগে ৩৫ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন জন ক্যাম্পবেল। আক্রমণাত্মক ভঙ্গিতে রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। উড়িয়ে মারেন দুটি ছক্কা ও নয়টি চার।
হোপও পিছিয়ে থাকেননি। তিনিও কুলদীপ ও ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। ফলে ভারত অধিনায়ক শুভমান গিল বাধ্য হন ‘ইন-আউট’ ফিল্ড সেট করতে, যা ব্যাটারদের স্ট্রাইক রোটেট করে রানের গতি বজায় রাখা আরও সহজ করে দেয়। পিচে এদিন মাঝে মাঝে বল নিচু হয়ে গেলেও ভাঙন তেমন ছিল না, ফলে ব্যাটিং তুলনামূলক সহজ ছিল।
ক্যাম্পবেল-হোপ জুটি সুযোগ কাজে লাগিয়ে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ম্যাচে প্রতিরোধ গড়ে তোলে। তৃতীয় দিনের সকালেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধস নামায় ভারত। আগের দিন রবীন্দ্র জাডেজা টপ-অর্ডার ভাঙার পর কুলদীপ এক ‘ম্যাজিক বল’-এ ফিরিয়ে দেন সেট ব্যাটার শাই হোপকে (৩৬)। অফ স্টাম্প উড়িয়ে দেওয়া সেই বলটি দিনের সেরা ডেলিভারি হিসেবে প্রশংসিত হয়েছে।
এরপর তেভিন ইমলাখ (২১) ও জাস্টিন গ্রিভসকে (১৭) ফিরিয়ে দেন কুলদীপ ও সিরাজ। জোমেল ওয়ারিকানকে (০) আউট করেন সিরাজ, আর শেষের দিকে বুমরা ও কুলদীপ মিলে শেষ উইকেটের জুটিকে প্যাভিলিয়নে ফেরান। নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ক্যারি পিয়েরে (২৩) ও অ্যান্ডারসন ফিলিপ (২৪) ৪৬ রানের জুটি গড়লেও তা যথেষ্ট ছিল না ফলো-অন এড়াতে।
