আজকাল ওয়েবডেস্ক: অজিঙ্ক রাহানে অবশেষে মুখ খুললেন নিজের বাদ পড়া নিয়ে। গৌতম গম্ভীরের সাজঘরে তিনি আর ডাক পান না। রাহানে মনে করেন বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে দলে নেওয়া উচিত ছিল। দলের তাঁকে দরকার ছিল। রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাহানে। তার পরেই তিনি মুখ খুলেছেন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে। অনেকেই বলেছেন রাহানের বয়স হয়ে গিয়েছে। সেই কারণেই নির্বাচকরা তাঁকে দলে নিতে চাননি। যদিও রাহানে সেই মতামতকে উড়িয়ে দিয়েছেন।
রাহানেকে বলতে শোনা গিয়েছে, ''এটা বয়সের ব্যাপার নয়। তীব্রতার ব্যাপার। লাল বলের জন্য প্যাশনের ব্যাপার। কতটা কঠিন পরিশ্রম করা হচ্ছে সেটাও দেখার ব্যাপার। ফলে বয়সের জন্য আমাকে দলে রাখা হয়নি এই থিওরি আমি মানি না। মাইকেল হাসির তিরিশ বছরের বেশি বয়সে অভিষেক ঘটেছিল। তবুও রান করে গিয়েছে। লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতার দরকার। ব্যক্তিগত ভাবে আমি মনে করি ভারতীয় দলের আমাকে দরকার ছিল।''
আরও পড়ুন: 'আরও একটা টাইব্রেকারে ম্যাচ বের করল সংগ্রাম', বড় গাড়ি দুর্ঘটনার কবলে প্রাক্তন গোলকিপার
২০২০-২১ সালে ভারতের স্মরণীয় বর্ডার-গাভাসকর ট্রফিতে রাহানে ছিলেন অন্যতম মস্তিষ্ক। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে রাহানেকে আর দেখা যায়নি ভারতীয় দলে।
২৬ অক্টোবর রাহানে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২-তম সেঞ্চুরি করেন। ৩৭ বছরের রাহানে বলছেন, ''৩৪-৩৫ বয়সের খেলোয়াড়রা ভাল করার চেষ্টা করে। নিজেদের সেরাটা দিতে চায়। আর যদি কেউ লাল বলের ক্রিকেট খেলার প্রতি আগ্রহী হয়, সেটা নির্বাচকদের খতিয়ে দেখা উচিত। কারণ তাঁরা খেলা দেখতে আসেন। সবটাই পারফরম্যান্সের বিষয় নয়। এটা উদ্দেশ্য, আবেগ এবং লাল বল আপনি কীভাবে খেলেন, তার বিষয়। আমি ভেবেছিলাম আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের আরও বেশি সুযোগ পাওয়া উচিত। আমার মনে হয়েছে, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের আমাকে দরকার ছিল।''
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলি ও রোহিত শর্মা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দুই মহাতারকার প্রশংসায় রাহানে। দুই তারকার পাশে দাঁড়িয়ে রাহানে বলছেন, ''অনেক অবাঞ্ছিত মানুষ আছে। তারা খেলা সম্পর্কে জানেই না, তখনও তারা এমন একজন খেলোয়াড়ের কথা বলে যে ধারাবাহিকভাবে ভাল খেলে চলেছে। আমি সবসময়ে মুম্বইয়ের হয়ে ভাল করতে চাই। এত বছর ধরে খেলে আসা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে কিছু তো আমি অর্জন করেছি। আমার পরিবার ও সন্তানদের দারুণ সাপোর্ট ছিল।''
