আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। খেলতে হবে তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি–২০ ম্যাচ। কিন্তু তার আগে চিন্তায় ভারতীয় দল। চোটের জন্য দলের গুরুত্বপূর্ণ এক সদস্য অনিশ্চিত সাদা বলের সিরিজে। তাঁর অনুপস্থিতিতে দলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চোটের জন্য অনিশ্চিত অস্ট্রেলিয়ার এক অভিজ্ঞ অলরাউন্ডারও।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া। এশিয়া কাপে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছেন হার্দিক। তাঁর হ্যামস্ট্রিংয়ে টান লাগায় এক ওভারের বেশি বল করতে পারেননি। খেলতে পারেননি পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালও। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, হার্দিকের ম্যাচ ফিট হতে তিন সপ্তাহ মতো সময় লাগতে পারে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বোর্ডের মেডিক্যাল টিম তাঁর দেখভাল করবে। হার্দিকের চোট খুব গুরুতর না হলেও বিসিসিআই কর্তারা কোনও রকম ঝুঁকি নিতে চান না। বোর্ডের আশা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি–২০ সিরিজ খেলতে পারবেন হার্দিক। উল্লেখ্য, ২৯ অক্টোবর ক্যানবেরায় প্রথম ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হবে ভারত–অস্ট্রেলিয়া।

 

আরও পড়ুন:‌ দেশে ফিরে নায়কের সম্মান পাচ্ছেন তিলক, কী বললেন হায়দরাবাদি ব্যাটার জানুন 

অন্য দিকে, চোটের জন্য ভারতের বিরুদ্ধে টি–২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। নেটে অনুশীলন করার সময় চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। নেটে মিচেল ওয়েনকে বল করছিলেন ম্যাক্সওয়েল। তাঁর স্ট্রেট ড্রাইভ সরাসরি ম্যাক্সওয়েলের হাতে আঘাত করে। ম্যাক্সওয়েলের হাতের হাড়ে চিড় ধরেছে। ফলে ভারতের বিরুদ্ধে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।


প্রসঙ্গত, ১৯ অক্টোবর পারথে প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দ্বিতীয় এবং তৃতীয় এক দিনের ম্যাচ হবে যথাক্রমে ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং ২৫ অক্টোবর সিডনিতে। এর পর শুরু হবে তিন ম্যাচের টি–২০ সিরিজ।