আজকাল ওয়েবডেস্ক: তিনি ভক্তের ভগবান। তাঁকে একবার ছোঁয়ার জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্য ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। তাঁর কাছে পৌঁছতে হয়ে ওঠেন অকুতোভয়। যাবতীয় বাধানিষেধ উপেক্ষা করতেও দ্বিতীয়বার ভাবেন না।
শনিবারের ইডেন গার্ডেন্সে তেমনটাই হয়েছিল। ঋতুপর্ণ নামের এক বিরাট-ভক্ত ফেন্সিং টপকে ঢুকে পড়েন মাঠে। তার পর ছুটতে ছুটতে কোহলির পায়ে গিয়ে লুটিয়ে পড়েন।
বিরাট কোহলিকে কিছু একটা বলতে দেখা যায় সেই ভক্তকে। সেদিন কী বলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভক্ত বিরাট?
ঈশ্বরকে ছোঁয়ার মাশুল গুনতে হয়েছে ভক্ত ঋতুপর্ণকে। একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় তাঁকে। সেই ঋতুপর্ণ খবরের ভিতরের খবর বলছেন। কোহলির পা ছোঁয়ার পরে তারকা ক্রিকেটার ঋতুপর্ণের নাম জিজ্ঞাসা করেছিলেন। এমনটাই দাবি বিরাট ভক্তের। কোহলির বিরাট ভক্ত বলেন, ''আমাকে বলেছিলেন তাড়াতাড়ি পালিয়ে যা এখান থেকে।''
ঋতুপর্ণ যখন দৌড়তে দৌড়তে মাঠে ঢুকে কোহলির পায়ে শুয়ে পড়েন, সেই সময়ে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়েন। সেই নিরাপত্তারক্ষীরা যাতে ঋতুপর্ণকে মারধর না করেন, সেই অনুরোধও করেন বলে দাবি করেন ঋতুপর্ণ। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''বিরাট আমার ভগবান। ওর জন্য আমি সবকিছু করতে পারি।''
সদ্য উচ্চমাধ্যমিক দিয়েছে ঋতুপর্ণ। কোহলির পা ছোঁয়ার পরই নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যান। পুলিশি হেফাজতে রাখা হয় তাঁকে। ভারতীয় ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয় ঋতুপর্ণের বিরুদ্ধে। কিন্তু সেসব নিয়ে চিন্তিত নন বিরাট ভক্ত। ঈশ্বরদর্শন হয়ে গিয়েছে তাঁর। এটাই তাঁর কাছে অনেক বড়।
