আজকাল ওয়েবডেস্ক: ইডেনে ধুন্ধুমার। কেকেআর বনাম সিএসকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার প্রথম একাদশে নেই ভেঙ্কটেশ আইয়ার। হাতে স্টিচ রয়েছে তাঁর। সেই কারণে তাঁকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে দলে এসেছেন মণীষ পাণ্ডে। 

এই ম্যাচের সব আবেগ কেড়ে নিয়েছেন একজন। তিনি মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের হয়ে খেলার আগে এই ইডেন, কলকাতার বিভিন্ন মাঠে খেলে গিয়েছেন ধোনি। এই শহর তাঁরও খুব চেনা। ইডেনে তিনি নামা মানেই জনসমর্থন তাঁর দিকে। টসের সময়ে তাঁকে দেখে প্রবল হর্ষধ্বনি। ধোনি ফিরে যাচ্ছিলেন তাঁর ফেলে আসা সময়ে। ইডেনে সম্ভবত শেষ বার খেলতে নেমেছেন ধোনি। যদিও এখনই জোর দিয়ে তা বলা যাচ্ছে না। কারণ মহেন্দ্র সিং ধোনির চিত্রনাট্য তিনিই লেখেন। ধোনির সিএসকে-তে দুটো পরিবর্তন। স্যাম কারেন ও শায়িক রশিদের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন ডেভন কনওয়ে ও উরভিল প্যাটেল।

জোড়া ম্যাচ জিতে আবার প্লে অফের লড়াইয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে। প্রথম চারে শেষ করার সম্ভাবনা বেড়েছে। তবে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিততে হবে নাইটদের। তারমধ্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ। বাকি দুটো অ্যাওয়ে। তবে কেকেআরের জন্য অ্যাডভান্টেজ, লিগ টেবিলের তলানিতে থাকা দুই দলের বিরুদ্ধে ম্যাচ। চেন্নাই ছাড়াও খেলা বাকি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে, তার আগের দুটো ম্যাচ জিততেই হবে।