আজকাল ওয়েবডেস্ক: লিও মেসির ইন্টার মায়ামিকে একপ্রকার দাঁড়ি করিয়ে হারাল প্যারিস সাঁ জাঁ। চার-চারটে গোল হজম করেছে ইন্টার মায়ামি। লিও মেসির পুরনো ক্লাব পিএসজি। সেখানে তাঁর সঙ্গে ভাল ব্যবহার করা হয়নি। অনেকেই ভেবেছিলেন মাঠে নেমে মেসি প্রতিশোধ নেবেন। কিন্তু পিএসজি দাপট দেখিয়ে ইন্টার মায়ামিকে মাটি ধরায়। 

প্রাক্তন ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ অবশ্য ইন্টার মায়ামির এই হারের পিছনে মেসির দোষ দেখছেন না। এলএম ১০ সুযোগ তৈরি করেছেন। তাঁর পায়ে যখনই বল পড়েছে, তখনই তিনি বিপজ্জনক হয়ে উঠেছেন। কিন্তু সতীর্থরা মেসিকে সাহায্য করতে পারেননি। সুয়ারেজকে গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছিলেন মেসি। সুয়ারেজ সেই বল জালে জড়াতেই পারেননি। কোনও রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ইন্টার মায়ামি। ইব্রাহিমোভিচ মনে করেন, মেসি সাপোর্ট পেলে তাঁর দলকে আরও উজ্জ্বল দেখাত। মেসির সতীর্থদের দুষেছেন ইব্রা, ''লিও মেসি হারেনি, ইন্টার মায়ামি হেরেছে। মেসি কিছু মূর্তির সঙ্গে খেলছিল, সতীর্থদের সঙ্গে নয়। ওর চারদিকে এমন সব খেলোয়াড়, যেন মাঠে তারা সিমেন্টের বস্তা বহন করছিল।'' 

ইব্রার সংযোজন, ''মেসি যদি সত্যিকারের কোনও দলে থাকত, কোনও বড় দলে, তাহলে সত্যিকারের সিংহের দেখা পাওয়া যেত। মেসি ফুটবল খেলে, কারণ ও খেলাটা ভালবাসে। এখনও যা করতে পারে, তা ৯৯ শতাংশ খেলোয়াড় করতে পারবে না।''