আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি গোল করলেই ইন্টার মায়ামি জ্বলে ওঠে। তিনি জোড়া গোল করলেন। গোল করালেন। প্লে অফের কাছে পৌঁছে গেল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল ইন্টার মায়ামি। প্রথমার্ধে তাদেও-কে দিয়ে একটি গোল করান মেসি। দ্বিতীয়ার্ধে এলএম ১০ নিজেই জোড়া গোল করেন। পেনাল্টি পেয়েছিল ইন্টার মায়ামি। মেসি নিজে না মেরে তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাতেও-কে সুযোগ করে দেন। তিনি গোল করতে পারেননি স্পট কিক থেকে গোল করতে। মায়ামির সঙ্গে নতুন চুক্তির পথে হাঁটতে চলেছেন। চুক্তিবৃদ্ধির কাজও অনেকটাই এগিয়েছে। আর সেক্ষেত্রে কত টাকা আয় করতে চলেছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি জানলে ভিরমি খাবেন। ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্তিনীয় কিংবদন্তির সঙ্গে আড়াই বছরের চুক্তি চলতি বছরেই শেষ হবে। মাঝে জল্পনা ছড়ায় ২০২৬ সালের বিশ্বকাপকে মাথায় রেখে ইউরোপের ক্লাবে ফিরতে পারেন তিনি। কিন্তু সেসব নেহাতই জল্পনা। জানা গিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাঁর সঙ্গে মেজর লিগ সকারের ক্লাবটি চুক্তি বাড়াবে।
আরও পড়ুন: 'এই পাকিস্তান সপ্তম ডিভিশনের দল', সলমন আলি আঘার দলকে তীব্র অসম্মান তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের ...
সেক্ষেত্রে প্রাক্তন বার্সেলোনা তারকা প্রতি সপ্তাহে পাবেন আকর্ষণীয় ৩০২,৭৭২ পাউন্ড। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় পরিমাণ সাড়ে তিন কোটি টাকার বেশি। এখানেই শেষ নয়। এর সঙ্গে আছে বোনাস ও স্পনসরশিপের টাকা। তবে এর আগে মায়ামি থেকে বেশি অর্থ পেয়েছেন মেসি। আড়াই বছরে যার পরিমাণ ছিল ৪০০ কোটি টাকার বেশি। মেসির পর ইন্টার মায়ামিতে সর্বোচ্চ বেতন সের্জিও বুস্কেটসের। সেই তুলনায় লুইস সুয়ারেজ ও জর্সি আলবার বেতন কম। জানা গিয়েছে, অন্ততপক্ষে আরও দু’বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির সম্প্রসারণ করতে চলেছে মায়ামি। মেসি এবং মায়ামির মধ্যে আলোচনা প্রায় ৮৫ শতাংশ সারা। ওয়াকিবহাল মহলের মতে, মেসি তাঁর খেলোয়াড়ি জীবনের শেষটা হয়তো ইন্টার মায়ামিতেই করতে চলেছেন।
এদিকে কেরলে আসছেন লিও মেসি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা সেটাই জানিয়ে দিয়েছে।আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা কেরলে? সূত্রের খবর, ৯৯ শতাংশ সম্ভাবনা অস্ট্রেলিয়া। ম্যাচের ভেন্যু বদলে গিয়েছে। কোচিতে হবে সেই ম্যাচ। মেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে ২০ কিমি রোড শো-র কথা ভাবা হচ্ছে। তিরুঅনন্তপুরমের গ্রিন ফিল্ড স্টেডিয়ামে হওয়ার কথা ছিল মেসি-ম্যাচ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচটি হবে কোচিতে।
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ''মেসি আসবেন। অফিসিয়াল মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল সহ লিওনেল মেসি নভেম্বর মাসে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছেন।'' ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারতে পা রাখেন মেসি। সেবার তিনি ভেনিজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল।
