আজকাল ওয়েবডেস্ক: একদিনের সিরিজ জয়ের পর, এবার লক্ষ্য টি-২০। বুধবার থেকে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে সূর্যকুমার যাদবদের উদ্দেশে হুঁশিয়ারি মিচেল মার্শের। আল্ট্রা আগ্রাসী মনোভাব যে সবসময় কাজে লাগে না, সেটা ভালভাবেই জানেন অজি অধিনায়ক। কিন্তু তাঁর দল যে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে, তার আভাস দিয়ে রাখলেন মার্শ। এই সিরিজ থেকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে অস্ট্রেলিয়া। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। চার বছর আগে ২০২১ সালে শেষবার টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ২০২৪ বিশ্বকাপ জিতেছে ভারত। 

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মার্শ বলেন, 'শেষ দুটো বিশ্বকাপে আমরা ভাল খেলতে পারিনি। দল হিসেবে আমরা নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই। সেটা করতে পারলে বিশ্বকাপ জেতা সম্ভব। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আগ্রাসী ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, গত কয়েক বছর ধরে এইভাবেই টি-২০ ক্রিকেট খেলছে একাধিক দল। ভারতে বিশ্বকাপ, সেটা ভাবলে আগ্রাসী ক্রিকেট খেলা উচিত। সবসময় হয়তো সেটা কার্যকরী হবে না। আমরা ব্যর্থ হব। তবে আমারা কিভাবে এগোতে চাই সেই বিষয়ে স্পষ্ট। এটাই আমাদের সাফল্য পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ। সেইভাবেই আমরা এগিয়ে যেতে চাই।' ২০২২ এবং ২০২৪ সালে যথাক্রমে সুপার ১২ এবং সুপার ৮ এ শেষ করে অজিরা। ভারত খুবই ভাল দল। ওদের প্রতি আমাদের অসংখ্য সম্মান রয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ হবে। এই চ্যালেঞ্জের জন্য তৈরি।' 

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে নিচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের প্রস্তুতি নিয়ে মুখ খুলতে চাননি মার্শ। তবে নিজেদের প্রস্তুতি নিয়ে খুশি। মার্শ বলেন, 'আমি টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে খুব বেশি বলতে চাই না। শুধু জানি বিশ্বকাপের আগে আমাদের আটটা ম্যাচ খেলতে হবে। দল হিসেবে আমাদের প্রস্তুতি সঠিক দিকেই এগোচ্ছে। তাই এই মুহূর্তে দল ভাল জায়গায় রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সিরিজটা বড়।' মার্শ সহ অস্ট্রেলিয়ার একাধিক প্লেয়ার আইপিএল খেলে। তবে সেই কারণে তাঁদের ভারতের মাটিতে খেলা বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। তিনি মনে করেন, বর্তমানে এত ক্রিকেট খেলা হয়, সবার সম্বন্ধে সকলের ধারণা আছে। চাপ নিয়ে সেরাটা দেওয়াই চ্যালেঞ্জিং। অভিষেক শর্মার প্রশংসা করেন মার্শ। অভিষেক প্রসঙ্গে বলেন, 'অভিষেক ভারতের হয়ে ম্যাচের টোন সেট করে দেয়। গত বছর সানরাইজার্সের হয়ে দারুণ খেলেছে। ও আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে।' দুর্দান্ত ছন্দে রয়েছেন মার্শ। শেষ ১০ ইনিংসে দুটো অর্ধশতরান এবং দুটো শতরান করেন অজি অধিনায়ক। সেই ছন্দ ধরে রাখতে চান। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ভারতের বিরুদ্ধে সিরিজের শুরুতে পাওয়া যাবে না অ্যাডাম জাম্পাকে। শুধুমাত্র প্রথম দুটো ম্যাচ খেলবেন জস হ্যাজেলউড। তৃতীয় ম্যাচের পর চলে যাবেন সিন অ্যাবটও।‌ সুতরাং, গোটা সিরিজে পূর্ণশক্তির দল পাবে না অস্ট্রেলিয়া।