আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়া হল অধিনায়কত্ব থেকে। পরিবর্তে পাকিস্তানের একদিনের দলের নতুন অধিনায়ক হলেন শাহিন আফ্রিদি। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক বদলের কথা জানিয়ে দিয়েছে।
সোমবার রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, রিজওয়ানের পরিবর্তে ওয়ানডে টিমের অধিনায়ক হচ্ছেন শাহিন আফ্রিদি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দায়িত্ব নেবেন তিনি। তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি রিজওয়ানকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করল পিসিবি?
৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে প্রোটিয়াদের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ানডে সিরিজ। সূত্রের খবর, তার আগেই ইসলামাবাদে বিশেষ বৈঠকে বসেন পিসিবি আধিকারিকরা। ছিলেন পাক দলের হেড কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ, এবং পাক জাতীয় দলের নির্বাচকরা। সেই বৈঠকের পরেই জানানো হয়, ওয়ানডে টিমকে নেতৃত্ব দেবেন শাহিন। উল্লেখ্য, গত বছর মাত্র দু’মাসের জন্য শাহিনকে টি–২০ অধিনায়ক করা হয়েছিল।
গত বছরের নভেম্বরে টি–টোয়েন্টির অধিনায়কত্ব হারালেও রিজওয়ানকেই ওডিআই অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হয়। টি–টোয়েন্টিতে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হতশ্রী পারফরম্যান্সের পর। এমনকী তাঁকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদও দেওয়া হয়। রিজওয়ানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের মুখ দেখেনি পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও সিরিজ হারে পাকিস্তান। লাগাতার ব্যর্থতার জেরে রিজওয়ানের ডানা ছাঁটল পাক বোর্ড। আপাতত তিনি ওয়ানডে টিমে রয়েছেন। সেটাও আর কতদিন থাকবেন, প্রশ্ন রয়েছে।
এটা ঘটনা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রিজওয়ান এবং আফ্রিদি দু’জনেই খেলছেন। কেন রিজওয়ানকে সরানো হল, তার কোনও ব্যাখ্যা পাক বোর্ডের বিবৃতিতে জানানো হয়নি। এমনকি ওই বিবৃতিতে রিজওয়ানের নামও উল্লেখ করা হয়নি। পাক বোর্ড শুধু জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালে পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক করা হয়েছিল রিজওয়ানকে। অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় তাঁর নেতৃত্বেই জিতেছে দল। কিন্তু পরে ঘরের মাঠে ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় ও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর চাপে ছিলেন রিজওয়ান।
