আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান ক্রিকেটে নাটক অব্যাহত। মহম্মদ রিজওয়ানকে নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। সম্প্রতি তাঁকে সরিয়ে শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এই আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করলেন না রিজওয়ান। কিন্তু কেন এমন করলেন এই উইকেটরক্ষক–ব্যাটার?


পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তির জন্য ৩০ জনের একটি তালিকা তৈরি করেছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই চুক্তি প্রত্যাখ্যান করেছেন রিজওয়ান। তিনিই একমাত্র যিনি চুক্তিতে সই করেননি। সম্প্রতি কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে রিজওয়ানকে রেখেছিল পিসিবি। যা মন থেকে নাকি মেনে নিতে পারেননি তিনি। সেই কারণেই বেঁকে বসে পিসিবি’র সেন্ট্রাল কন্ট্রাক্টে সইয়ের ব্যাপারে রাজি হননি পাকিস্তানের সদ্য প্রাক্তন ওয়ানডে অধিনায়ক।

 

আরও পড়ুন:‌ পিচ নিয়ে ভাবছেন না সূর্যরা, বুমরা ফিরলেও প্রথম একাদশ নিয়ে থাকছে ধোঁয়াশা


আগে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন কেবলমাত্র তিনজন। বাবর আজম, শাহিন আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ান। কিন্তু এবার তিন ক্রিকেটার–সহ মোট ১০ জন ক্রিকেটারকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। সূত্রের খবর, চুক্তিতে সই না করলেও এ ব্যাপারে নতুন কোনও সিদ্ধান্ত নেবে না পাক বোর্ড। এদিকে আগের মতো তাঁকে ‘এ’ ক্যাটাগরিতে ফেরানো নিয়ে অনুরোধও করেছেন রিজওয়ান। তাছাড়াও তিনি চান, দলে তাঁর ভূমিকা নিয়ে স্পষ্ট কথা বলুক পাক বোর্ড।


প্রসঙ্গত, ২০২৪ সালে ওয়ানডে এবং টি–টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পান রিজওয়ান। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতলেও এরপর টানা ব্যর্থ হয় পাকিস্তান। ফলে গত বছরের নভেম্বরে টি–টোয়েন্টিতে তাঁকে সরিয়ে সলমন আলি আঘাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। এমনকী পরে টি–টোয়েন্টি দল থেকে বাদও পড়েন। তবে ওডিআই অধিনায়ক রেখে দেওয়া হয় রিজওয়ানকেই। এরপর ওয়ানডে’তে রিজওয়ানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের মুখ দেখেনি পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ হারে। এরপর তাঁকে সরিয়ে সদ্য একদিনের অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। এই পরিস্থিতিতে রিজওয়ান কেন্দ্রীয় চুক্তিতে সই না করে ফের বিতর্কে জড়ালেন।


পাশাপাশি রিজওয়ান টি–টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। কেন তাঁকে দীর্ঘ দিন ধরে টি–টোয়েন্টি দলে রাখা হচ্ছে না, জানতে চান রিজওয়ান। চুক্তি সই করা নিয়ে তিনি নাকি পিসিবি কর্তাদের একটি শর্তও দিয়েছেন। কী সেই শর্ত, তা অবশ্য জানা যায়নি। জানা গেছে, টি–টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার ব্যাখ্যা না পেলে এবং তাঁর দেওয়া শর্ত নকভিরা না মানলে চুক্তি সই করবেন না তিনি।