আজকাল ওয়েবডেস্ক: ভারত এখনও এশিয়া কাপ ট্রফি হাতে পায়নি। কবে মিটবে এই বিতর্ক? কেউ জানে না। এদিকে, ভাঙলেও মচকাতে রাজি নন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। যদিও বিসিসিআইয়ের পত্রবোমার পর ভারতকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাক মন্ত্রী। তাঁর উপর যে চাপ বাড়ছে, সেটা ভালই বুঝতে পারছেন। কারণ, এই বিতর্কে বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবার কি নকভি ট্রফি ফেরত দেবেন?
চ্যাম্পিয়ন হয়েও ভারতকে ট্রফি দেননি মহসিন নকভি। সেটাকে নিজের কাছে রেখে দিয়েছেন পাক মন্ত্রী। বিসিসিআইয়ের তরফ থেকে নকভিকে আনুষ্ঠানিক ইমেল করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দ্রুত এশিয়া কাপের ট্রফিটি ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক। নাহলে বিষয়টা আইসিসিতে গড়াবে। এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে এশিয়ার দুটি দেশ। পিটিআই’কে এসিসি’র এক সূত্র জানিয়েছেন, ‘বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া, এসিসি’তে বোর্ডের প্রতিনিধি রাজীব শুক্লা ও শ্রীলঙ্কা–আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা নকভিকে চিঠি লিখে বলেছেন ট্রফিটা ভারতকে ফেরত দিতে।’
আর বিসিসিআই যে চিঠি দিয়েছে, তার উত্তরও দিয়েছেন নকভি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে চিঠির বয়ানে বলা হয়েছে, ‘এসিসি প্রধান ভারতীয় দলকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানায়। তাছাড়া আপনারাও যে সব নিয়মরীতি ও ক্রিকেটের মূল্যবোধকে মাথায় রেখে চিঠি লিখেছেন, তাতে প্রধান খুশি। আশা করব, চিঠিতে যা লিখেছেন সেটা মাঠেও পালন করবেন। তবে আপনাদের চিঠি যতই অপমানজনক হোক না কেন, এসিসি প্রধান কোনও রকম রাজনীতিতে জড়াতে চান না। আর ট্রফি গ্রহণ করা নিয়ে ফাইনালের আগে বিসিসিআই কিছু জানায়নি। অনুষ্ঠানের আগে জানায় যে ভারতীয় দল ট্রফি নেবে না।’
এদিকে, জানা গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনও ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দেবেন নকভি। সেজন্য ভারতের কোনও একজন ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে। অন্যথা হলে ট্রফি দেওয়া হবে না।
