আজকাল ওয়েবডেস্ক: আবার ডার্বি জয় মোহনবাগানের। তবে এবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ফেডারেশনের অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে সাদা কালো ব্রিগেডকে উড়িয়ে দিল মোহনবাগানের জুনিয়ররা। মহমেডানকে ৭-২ গোলে হারায়। হ্যাটট্রিক করেন সিদু সোরেন। জোড়া গোল রাজ মুদির। অন্য দুটো গোল করেন জিয়ন হাঁসদা এবং নীরব রায়। সিনিয়র হোক বা জুনিয়র। সবুজ মেরুনের পালতোলা নৌকা তরতর করে এগিয়ে চলেছে। চারদিন আগেই ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ড ঘরে তোলে মোহনবাগানের সিনিয়র দল। তার কয়েকদিন পরই সফল জুনিয়র ব্রিগেডও। মহমেডানের বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দেয়। তিন গোল করেন সিদু সোরেন।
অন্যদিকে অনূর্ধ্ব-১৩ এআইএফএফের সাব জুনিয়র লিগে জয় পায় ইস্টবেঙ্গলও। বৃহস্পতিবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অ্যাডামাস ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে তিন গোল করেন ওয়ালিদ হোসেন, মহম্মদ আহমেদ ওয়াডু এবং নিবিড় সরকার। আগের দিনই আইএসএলে প্রথম জয়ের হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গলের সিনিয়ররা। জিইয়ে রাখে প্লে অফের আশা। তার কয়েকঘণ্টার ব্যবধানে সফল লাল হলুদের জুনিয়ররাও।
