আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিন বাকি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এ সেপাহান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে শনিবার‌ই ইরান উড়ে যাওয়ার কথা মোহনবাগানের। কিন্তু এখন সবথেকে বড়‌ প্রশ্ন হল, মোহনবাগান ইরানে যাবে কিনা। দলের বিদেশিদের ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের যাওয়ার সম্ভাবনা কম। সঙ্গে ভারতীয় ফুটবলারদের কাছেও জানতে চাওয়া হয়েছে তাঁরা যেতে ইচ্ছুক কিনা। শুক্রবার রাতের মধ্যে জানাতে বলা হয়েছে। আগের বছরের পরিস্থিতি যেন আবার ফিরে আসছে। সেবারও যুদ্ধ পরিস্থিতিতে ইরাকে যেতে চায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। দলের ফুটবলারদের সই করা চিঠি পাঠানো হয় ফেডারেশনকে। শেষপর্যন্ত এএফসির ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। এবার হয়তো সেই সম্ভাবনা কম। তবে শেষপর্যন্ত দলের বিদেশিরা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ৩০ সেপ্টেম্বর সেপাহানের বিরুদ্ধে ম্যাচ সবুজ মেরুনের। 

ইরান উড়ে যাওয়ার ২৪ ঘন্টা আগে যুবভারতীতে সবুজ মেরুনের অনুশীলন দেখে কিন্তু কিছু বোঝার উপায় নেই। বিদেশি ছাড়াই সেপাহানের মুখোমুখি হবে কিনা সেটাও বোঝা যায়নি। দলে চোট আঘাত নেই। সকলেই ফিট। কোচ হোসে মোলিনা তাই সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন এদিনের অনুশীলনে। অন্যান্য দিনের মতো প্রথমে ফিজিক্যাল ট্রেনিং, তারপর চলল ছোট ছোট দলে ভাগ করে পাস খেলা। তবে এদিন অনেকক্ষণ সেট পিস প্র্যাকটিসের উপর জোর দেন মোলিনা। এরপর দুই দলে ভাগ করে চলে ম্যাচ প্র্যাকটিস। একদিকে ছিলেন দিমি, কামিংস। অন্যদিকে জেমি ম্যাকলারেন, লিস্টন। সবাইকেই খেলালেন ঘুরিয়ে ফিরিয়ে। তবে অনুশীলনে যেভাবে গোল মিস করলেন মোহনবাগানের ফরোয়ার্ডরা, তাতে চিন্তা বাড়বে মোলিনার। প্রায় ঘন্টা দুয়েক অনুশীলন চলে। শনিবার সকালেও অনুশীলন করবেন শুভাশিস, মেহতাবরা। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন ইরান যাওয়া নিয়ে। গেলেও কি শুধু ভারতীয় ফুটবলাররা যাবে? ছবিটা হয়তো স্পষ্ট হবে শনিবার।