আজকাল ওয়েবডেস্ক:‌ জন্টিকে মনে করালেন নীতীশ কুমার রেড্ডি। ১৯৯২ বিশ্বকাপে বল হাতে উড়ে গিয়ে পাকিস্তানের ইনজামামকে রান আউট করেছিলেন জন্টি। হয়ত সেই স্মৃতি নয়। কিন্তু দুরন্ত ক্যাচ নিলেন নীতীশ কুমার রেড্ডি।


মহম্মদ সিরাজের বলে স্কোয়্যার লেগে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্ধর্ষ ক্যাচ নেন নীতীশ। তাঁর এই ক্যাচ দেখে জন্টি রোডসের কথা মনে পড়ে যেতে বাধ্য।
সিরাজের বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ত্যাগনারায়ণ চন্দ্রপাল ড্রাইভ করার চেষ্টা করেন। কিন্তু টাইমিং ঠিক মতো না হওয়ায় বলটি স্কোয়্যার লেগের দিকে উঠে যায়। নীতীশ তাঁর অনুমান ক্ষমতা এবং নিখুঁত সময়জ্ঞান কাজে লাগিয়ে বাঁদিকে পুরো শরীর ছুড়ে দিয়ে ঝাঁপান। দুর্দান্ত ক্যাচ ধরেন। তাঁর ক্যাচ দেখে এক রকম চুপ হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ওপেনারও। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে নীতীশের ধরা এই ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

আরও পড়ুন:‌ নকভির পাশে দাঁড়িয়ে ভারতকে তীব্র কটাক্ষ এই পাক ক্রিকেটারের

 


শুধু এই ক্যাচটিই নয়। শনিবার বেশ ভাল ফিল্ডিং করেছেন নীতীশ। তাঁর আশপাশ দিয়ে বল গলতে পারছে না। একাধিক নিশ্চিত চারও বাঁচিয়ে দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের ২২ বছরের অলরাউন্ডার চাপে রেখেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। তাঁর কাছে বল গেলে খুচরো রানও নিচ্ছেন না ব্যাটাররা। কারণ তিনি বল ছুড়ে সরাসরি উইকেটও ভেঙে দিয়েছেন এক বার।