আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলেও টেস্টে ঘুরে দাঁড়াল পাকিস্তান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রথম ম্যাচে জিতে গেল পাকিস্তান। গদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ দিনেই ৯৩ রানে জয় পেল পাকিস্তান। লাহোরে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র ১৮৩ রানে।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ৩৭৮ রান। ইমাম উল হক (৯৩), সলমন আলি আঘারা (৯৩) রান পান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ইনিংস ১৬৭ রানে গুটিয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৭ রানের লক্ষ্য দাঁড়ায়। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ২ উইকেটে ৫১।
চতুর্থ দিন জেতার জন্য আরও ২২৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। তবে, নোমাল আলি এবং শাহিন আফ্রিদির যুগলবন্দিতে জয় পায় পাকিস্তান। দুই বোলারের শিকার ৪টি করে উইকেট। দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৮৩ রানে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে জিতে ১–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বুধবার খেলা শুরু হওয়ার তৃতীয় বলের মধ্যেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে ফেরান আফ্রিদি। খানিক পর নোমানের বলে অযথা রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ট্রিস্টান স্টাবস। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস। কঠিন পরিস্থিতিতে তিনি করেন ৫৪ বলে ৫৪ রান। রায়ান রিকেলটনের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৭৩ রানের জুটি।
এরপরেই নোমান আলির ম্যাজিক বলে বোল্ড হন ব্রেভিস। ম্যাচে সব মিলিয়ে ১০ উইকেট পান নোমান। অন্যদিকে প্রোটিয়া বাঁ–হাতি স্পিনার সেনুরান মুতুসামিও ১০ উইকেট নিলেও লাভের লাভ কিছু হয়নি। সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু হবে ২০ অক্টোবর থেকে।
গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দল এবার প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল।
