আজকাল ওয়েবডেস্ক: চলতি মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরে গিয়ে এবার নতুন অজুহাত সামনে আনল পাকিস্তান। ওপেনার মুনিবা আলির বিতর্কিত রানআউট নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের পেসার ডায়ানা বেগ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন পাকিস্তানি ওপেনার মুনিবা আলির আউট হওয়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিয়ে তিনি বলেন, ‘ওই ব্যাপারটা ইতিমধ্যেই মিটে গিয়েছে। এখন আর ও নিয়ে কথা বলার কিছু নেই।’

দ্বিতীয় ইনিংসের খেলা চলাকালীন পাকিস্তানের রান তাড়া করার সময় চতুর্থ ওভারের শেষ বলে ঘটে সেই নাটকীয় ঘটনা। ভারতীয় পেসার ক্রান্তি গৌড়ের বলে এলবিডব্লিউর আবেদন করা হয় মুনিবার বিরুদ্ধে। মাঠের আম্পায়ার নট আউট দেন। কিন্তু সেই সময় মুনিবা ক্রিজের বাইরে ছিলেন এবং তাঁর ব্যাট সামান্য উপরে উঠে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে স্লিপ থেকে দীপ্তি শর্মার থ্রো এসে স্টাম্পে লাগে, বেল পড়ে যায়।

এরপর তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাস্টি রিপ্লে দেখে মুনিবাকে আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় পাকিস্তান শিবির। কারণ রিপ্লেতে দেখা যায়, মুনিবা কয়েক মুহূর্ত আগে ব্যাট মাটিতে রেখেছিলেন। তবে বল স্টাম্পে লাগার সময় ব্যাট সামান্য উপরে ছিল। ওই ওভারে পাকিস্তানের স্কোর ছিল ৪ ওভারে ৬ রান, ১ উইকেট। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে যখন ডায়ানা বেগকে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, ‘মুনিবার রানআউটের বিষয়টা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। আমি এখন আর সেটা নিয়ে কিছু বলতে চাই না। যা হওয়ার, তা হয়ে গিয়েছে।’

ঘটনার সময় ধারাভাষ্যে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মেল জোন্স। তিনি অন এয়ারেই এমসিসির ৩০.১.২ ধারাটি ব্যাখ্যা করে বলেন, ‘যদি ব্যাটার দৌড়ায় বা ডাইভ দেওয়ার পর্যায়ে থাকে, আর একবার ব্যাট বা শরীরের কোনও অংশ ক্রিজের ভিতরে থাকে, তাহলে সেটা নট আউট হিসেবে গণ্য করা হবে। তারপরে ব্যাট হাত থেকে ছিটকে গেলেও আউট হবে না ব্যাটার’। 

তিনি আরও বলেন, মুনিবা তখন দৌড়োচ্ছিল না বা ডাইভও দিচ্ছিল না। তাই সেই নিয়ম অনুযায়ী তাঁকে আউট দেওয়া হয়েছে। আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’ এই ঘটনায় যদিও ম্যাচ শেষে পাকিস্তান দলের মধ্যে আর কোনও আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি, তবে দর্শক ও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সিদ্ধান্তটি ‘অত্যন্ত কঠিন’ ছিল।