আজকাল ওয়েবডেস্ক:‌ পাক ক্রিকেটে সব সম্ভব। না হলে এরকম সিদ্ধান্ত কোনও ক্রিকেট বোর্ড নিতে পারে!‌ দেশের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে পাক ক্রিকেট বোর্ডে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, খেলার পাশাপাশি প্রশাসক হিসাবেও এবার থেকে দায়িত্ব সামলাতে হবে শানকে।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ হিসাবে নিয়োগ করা হয়েছে শানকে। অর্থাৎ, পাকিস্তানের জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটি যোগসূত্র হিসাবে কাজ করবেন শান। ক্রিকেটারদের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

 

আরও পড়ুন:‌ ভাল বল করেও বাদ অর্শদীপ, পিটুনি খেয়েও দলে থেকে গেলেন হর্ষিত!‌ গম্ভীরের গাজোয়ারি দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন নেটিজেনরা 


পাকিস্তান ক্রিকেট বোর্ডে ‘ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনস’–এর পদ এখনও খালি রয়েছে। সেই পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। জল্পনা, সেই পদেও শানের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, শানের সঙ্গে কথাও বলেছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। পাশাপাশি তাঁকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও সামলাতে বলা হয়েছে। শান সেই প্রস্তাবে রাজি হন কি না সেটাই দেখার।


পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে শান মাসুদের নতুন ভূমিকার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বাঁহাতি ব্যাটার শান মাসুদকে কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স হিসাবে নিয়োগ করা হয়েছে। পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ ও ১৯টি টি–টোয়েন্টি খেলেছেন শান। ছ’টি টেস্ট শতরান–সহ আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০৮ রান করেছেন। তাঁর নেতৃত্বে পাকিস্তান গত বছর ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ২–১ হারিয়েছিল। ২০০৫ সালের পর সেটাই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়।’‌

 

আরও পড়ুন:‌ সিডনিতেও টস হারল ভারত, প্রথম একাদশে জোড়া বদল টিম ইন্ডিয়ার


পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, একজন ক্রিকেটারকে খেলার মধ্যেই রাখা উচিত। খেলার বাইরে অন্য বিষয়ে মন দিতে গেলে খেলার ক্ষতি হতে পারে। পাকিস্তান বোর্ডকে সে কথা বুঝতে হবে। কিন্তু পাক বোর্ড আর মহসিন নকভি তো রয়েছেন নিজের খেয়ালে। 


এদিকে, এশিয়া কাপে করমর্দন কাণ্ডে পাকিস্তানের মুখ পোড়ার পর ডিরেক্টর অফ ক্রিকেট উসমান ওহালাকে সরিয়ে দেওয়া হয়। শুক্রবার অবশ্য তাঁকেও ফেরানো হয়েছে। যদিও জানা যাচ্ছে, মাসুদ পরামর্শদাতার ভূমিকা নেওয়ার পর ওহালাকে পিএসএলের কোনও একটা দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ ডিরেক্টর অফ ক্রিকেটও হয়ে যেতে পারেন মাসুদ। প্রসঙ্গত, শুক্রবার একটি বিশেষ পার্টি আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে পিসিবি প্রধান মহসিন নকভি তো ছিলেনই, পাশাপাশি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা খবর, এই পদ পাওয়ার পর টেস্ট নেতৃত্ব ছাড়তে পারেন মাসুদ।