আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রিসবেন টেস্টে প্রথম একাদশে ফিরছেন জশ হ্যাজলেউড। চোটের জন্য এডিলেড টেস্ট খেলতে পারেননি এই অসি পেসার। পরিবর্তে পিঙ্ক বল টেস্টে খেলেছিলেন স্কট বোলান্ড। এবং যথেষ্ট ভাল বল করেছিলেন তিনি। 


দিন রাতের টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন বোলান্ড। তার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেটও ছিল। কিন্তু হ্যাজলেউড সুস্থ হতেই রিজার্ভে যেতে হল বোলান্ডকে। এটা ঘটনা, পারথ টেস্টে অস্ট্রেলিয়া হারলেও যথেষ্ট ভাল বল করেছিলেন হ্যাজলেউড। তাই সুস্থ হতেই তিনিই যে অটোমেটিক চয়েস তা জানিয়ে দিয়েছেন অসি অধিনায়ক কামিন্স।


কামিন্স বলেছেন, ‘‌বোলান্ড এডিলেডে দারুণ বল করেছিল। গত ১৮ মাস বোলান্ডকে বাইরে থাকতে হয়েছে। তবে সুযোগ পেতেই দারুণ পারফর্ম করেছে। আশাকরি সিরিজে বোলান্ড খেলার সুযোগ পাবে।’‌ এরপরই কামিন্সের সংযোজন, ‘‌হয়ত দেখবেন মেলবোর্নেই প্রথম একাদশে সুযোগ পেল বোলান্ড। সবচেয়ে বড় বিষয় চলতি সিরিজে একটা ম্যাচ ও খেলে ফেলেছে। তাই পরের টেস্টে যদি সুযোগ পায় তো মানাতে অসুবিধা হবে না।’‌ 


গাব্বায় গতি ও বাউন্স থাকছে যথেষ্টই। তাই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল নাথান লায়নকে হয়ত খেলাবে না অস্ট্রেলিয়া। কিন্তু একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে আছেন লায়ন। তাছাড়া দলে রয়েছেন মিচেল মার্শও। শুক্রবারই গাব্বা টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া।

দলে আছেন, উসমান খোওয়াজা, ন্যাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (‌উইকেটরক্ষক)‌, প্যাট কামিন্স (‌অধিনায়ক)‌, মিচেল মার্শ, নাথান লায়ন, জশ হ্যাজলেউড। অর্থাৎ প্রথম একাদশে একটিই পরিবর্তন করল অস্ট্রেলিয়া।