আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় চলে গিয়েছে ১১টি তাজা প্রাণ। সেই ঘটনায় এবার বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল। গোটা ঘটনার জন্য কোহলিকে দায়ী করে স্থানীয় সমাজকর্মী এএম বেঙ্কটেশ থানায় অভিযোগ দায়ের করেছেন।
কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। তিনি জানিয়েছেন, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন। পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও কেন উৎসব চালিয়ে যাওয়া হল, তা–ও জানতে চেয়েছেন তিনি।
কাবন পার্ক থানার তরফে জানানো হয়েছে, বেঙ্কটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। শোনা গিয়েছে, অনুষ্ঠানের পরেই স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনের বাড়িতে চলে গিয়েছেন বিরাট।
ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
