আজকাল ওয়েবডেস্ক: প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ সৌরভ গাঙ্গুলি নিলামে ডিওয়াল্ড ব্রেভিসকে ছিনিয়ে নিয়েছেন।
নিলামে তিনি হারিয়েছেন স্টিফেন ফ্লেমিংয়ের জোবার্গ সুপার কিংসকে। ডিওয়াল্ড ব্রেভিসকে তুলে নেওয়ার পরে সৌরভ স্বীকার করেছেন পুরনো প্রতিপক্ষকে হারানোই ছিল তাঁর লক্ষ্য ও মোক্ষ। ফ্লেমিংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি ব্রেভিসকে নিয়ে লড়াই চালিয়ে যান নিলামের টেবিলে। দু'জনের অনেক পুরনো লড়াইয়ের আখ্যান রয়েছে খেলার মাঠে। সৌরভ সেই পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ''যখনই নিউ জিল্যান্ড সফরে গিয়েছি, তখন ও যে আমাকে কতবার আউট করিয়েছে, তারই প্রতিশোধ নিলাম।'' 

পুরনো দিনের স্মৃতি উসকে দিয়ে সৌরভ বলছেন, ''সবুজ পেস সহায়ক পিচে ফিল্ডার ছড়িয়ে রাখত বিভিন্ন জায়গায়। বোলারদের দিয়ে এক নাগাড়ে বাউন্স করাত। এখানে ওকে হারানোর সুযোগ পেয়েছিলাম। ওকে হারিয়েছি।''  

আরও পড়ুন: আউট হয়ে যাওয়া ব্যাটারকে ডেকে হৃদয় জিতে নিয়েছেন সূর্য, পাকিস্তানের বিরুদ্ধে এমন করতেন ভারত অধিনায়ক? আকাশ চোপড়া যা বললেন...

দক্ষিণ আফ্রিকার টি২০ লিগের নিলাম। আর সেই নিলামে রেকর্ড মূল্যে বিক্রীত হলেন ডেওয়াল্ড ব্রেভিস। আইপিএলে তাঁর মূল্যের থেকে আটগুণ বেশি দাম পেলেন। ২২ বছর বয়সি বিধ্বংসী প্রোটিয়া ব্যাটারকে ১৬.৫ মিলিয়ন র‌্যান্ড অর্থাৎ ৮.৩১ কোটি টাকায় কিনে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস। আর তারপর দলের কোচ সৌরভ গাঙ্গুলির থেকে ‘গেমচেঞ্জার’ আখ্যা পেলেন ব্রেভিস। 
, নিলামে ব্রেভিসের নাম ঘোষণা হতেই টানাটানি পড়ে যায়। শুরুটা করে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। উল্লেখ্য, আইপিএলের মাঝপথে চেন্নাই সুপার কিংস ২.২ কোটি টাকায় কিনেছিল ব্রেভিসকে। যিনি ‘বেবি এবি’ নামেও পরিচিত। দক্ষিণ আফ্রিকার লিগের নিলামে খুব দ্রুত ১০ মিলিয়ন র‌্যান্ড মূল্য উঠে যায় তাঁর। জোবার্গ যখন দৌড়ে অনেকটাই এগিয়ে, তখন মঞ্চে প্রবেশ করে সৌরভের দল। একদিকে স্টিফেন ফ্লেমিং, অন্যদিকে সৌরভ, দুজনের লড়াইয়ে শেষ হাসি হাসেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএল বেতনের আটগুণ বেতন ৮.৩১ কোটি টাকা পাবেন ব্রেভিস।
নিলামের পর সৌরভ গাঙ্গুলি বলেছেন, ''‌আশা করি, ও ভাল খেলবে। ব্রেভিস দারুণ প্রতিভা। গত এক–দেড় বছরে ওর খেলায় অনেক উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়া সফরে দেখিয়েছে, ও যে কোনও মুহূর্তে ‘গেমচেঞ্জার’ হয়ে উঠতে পারে। টি–টোয়েন্টিতে সেটাই দরকার। আমাদের দলে রাসেল, রাদারফোর্ড আছে। যারা ম্যাচের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি, ব্রেভিসও সেটাই করবে।''

সৌরভ আরও বলেছেন, ‘‌আমি কখনও টাকার সঙ্গে পারফরম্যান্সকে মিশিয়ে ফেলি না। ও এত টাকা পেয়েছে, সেটা আলাদা কথা। ও স্পিনটা খুব ভাল খেলে, যেটা খুব দরকারি। ওর মধ্যে প্রতিভা আছে বলেই এত টাকা ওর প্রাপ্য।’‌ উল্লেখ্য, আইপিএলে সিএসকে’তে মাঝপথে ঢুকে ৬ ম্যাচে ২২৫ রান করেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। এবার দেখার দক্ষিণ আফ্রিকায় সৌরভের কোচিংয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন ব্রেভিস।

আরও পড়ুন: সরকারের রোষানলে পড়ে দেশত্যাগ জকোভিচের, কোন দেশে রয়েছেন জোকার? ...