আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের বিশ্বকাপে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ ভারী বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল। আর ম্যাচটি পরিত্য়ক্ত হওয়ায় ইংল্যান্ড অল্পের জন্য রক্ষা পেয়েছে বললেও অত্যুক্তি করা হবে না। ১৯৯৭ সালের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬-তম সাক্ষাতে প্রথমবারের মতো ওয়ানডে-তে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল পাকিস্তান

তবে, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টানা বৃষ্টির কারণে খেলাটি বিপর্যস্ত হয়ে পড়ে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শেষ। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

বৃষ্টির জন্য ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ১১৩ রানের টার্গেট দেওয়া হয়েছিল পাকিস্তানকে। ৬.৪ ওভারে পাক দল কোনও উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল ৩৪ রান। এরপর আবার বৃষ্টি নামে। তার পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের মধ্যে। পাকিস্তানের এটাই প্রথম পয়েন্ট বিশ্বকাপে। চারটি ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন আট নম্বরে। 

টস হারে ইংল্যান্ড। তাদের ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। ইংল্যান্ড ৭৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল একসময়ে। প্রবল চাপে পড়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে বৃষ্টি নামে। ২৫ ওভারের শেষে ইংল্যান্ডের রান তখন ৭৯/৭। 

এরপর আবার খেলা শুরু হয়। শেষ ৬ ওভারে ৫৪ রান তুলে ইংল্যান্ড করে ৯ উইকেটে ১৩৩ রান। ইংল্যান্ড ১৩৩ করলেও ডিএলএসের হিসাবে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ১১১। মুনিবা আলি ও ওমাইমা সোহেল ৩৪ রান তুলে ফেলেন বোর্ডে। তার পর বৃষ্টি আর ম্যাচ শেষ করতে দেয়নি। বরুণদেবের কল্যাণে তিনটি ম্যাচটি পরিত্যক্ত হয়। তিনটিই হয়েছিল কলম্বোয়।