আজকাল ওয়েবডেস্ক: প্রায় সাত মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সুখকর হয়নি বিরাট কোহলি এবং রোহিত শর্মার। দু'জনেই ফ্লপ। রোহিত ৮ রান করেন। শূন্যতে ফেরেন কোহলি। আট বল ক্রিজে থেকেও রানের খাতা খুলতে পারেনি। গত ১৮ মাসের মধ্যে টি-২০ এবং টেস্ট থেকে অবসর নেন দুই তারকা ক্রিকেটার। সুতরাং, শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলবেন দু'জন। মার্চের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি রো-কো জুটি। তাঁদের ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে চর্চা চলছিলই। রবিবার ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর, অস্ট্রেলিয়া সিরিজের আগে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। দুই মহাতারকার পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী। প্রাক্তন কোচ মনে করেন, দীর্ঘদিন পর মাঠে ফিরলে এমন হতেই পারে। শাস্ত্রী বলেন, 'লম্বা বিরতির পর মাঠে ফিরলে সেই ছন্দ নাও থাকতে পারে। ম্যাচের দু'দিন আগে অস্ট্রেলিয়ার পৌঁছে, পারথের পরিবেশ এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে খেলা মোটেই সহজ নয়। বিশেষ করে যখন উইকেটে বাড়তি বাউন্স আছে এবং উচ্চ মানের ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলতে হয়। তবে সময় বলবে। ওরা অ্যাডিলেডে কিছুটা সময় নেটে কাটাতে পারবে। মাথা ঠাণ্ডা রেখে আবার মাঠে নামতে পারবে। তাই আমি ওদের এখনই যাচাই করতে চাই না। তবে এই বয়সে প্রত্যাবর্তনের পর খেলাটা উপভোগ করা দরকার। এছাড়াও খেলা চালিয়ে যাওয়ার কতটা খিদে রয়েছে তার ওপরও অনেক কিছু নির্ভর করে। সুতরাং, ওরা যদি খেলাটা উপভোগ করে, তাহলে ওদের সময় দেওয়া যেতেই পারে। কারণ ওদের ক্লাস এবং অভিজ্ঞতা আছে। একটু সময় পেলে ওরা রানে ফিরবে। আমি তাই এখনই ওদের বিচার করতে চাই না।'
শাস্ত্রীর সঙ্গে সহমত রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, শর্ট টার্ম গোল সেট করবেন বিরাট। তারওপর তারকা ক্রিকেটারের ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে। পন্টিং বলেন, 'আমি কারোর মুখে একটা কথা শুনতে পছন্দ করি না। অনেকেই বলে, আমি ক্রিকেট থেকে সবকিছু পেয়েছি। কারণ আমার মনে হয়, তোমার এখনও কিছু শর্ট টার্ম গোল থাকতে বাধ্য। নিশ্চয়ই শুধুমাত্র ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টেনে দেওয়া উদ্দেশ্য নয়। বিরাট মোটিভেটেড থাকে। আমি নিশ্চিত যে এই সিরিজে ও নিজের জন্য কোনও লক্ষ্য সেট করেছে। শুধুমাত্র পরের বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করবে না। ওরা যে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ক্রিকেটার সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ওরা কি বিশ্বকাপ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারবে? সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। অস্ট্রেলিয়ায় পরের দুটো ম্যাচে ব্যাটিংয়ের জন্যে ভাল উইকেট পাবে। বিশেষ করে অ্যাডিলেড ওভালে।' দুই কিংবদন্তির প্রত্যাবর্তন নিয়ে এখনও সরগরম ক্রিকেট মহল।
