আজকাল ওয়েবডেস্ক:‌ দুর্দান্ত ছন্দে আছেন জশ হ্যাজলেউড। আরসিবির হয়ে ১১ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। সেরা বোলিং ফিগার ৪/‌৩৩। আরসিবির হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। আর টুর্নামেন্টের নিরিখে চতুর্থ সর্বোচ্চ। 


সবচেয়ে বড় কথা অনূর্ধ্ব ১৯ থেকে শুরু করে ক্রিকেট বিশ্বকাপ বা আইপিএল। হ্যাজলেউড আসল সময়ে পারফর্ম করে গিয়েছেন। আর দলও জিতেছে। 
যেমন ২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন হ্যাজলেউড। ২০৮ রান তাড়া করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ম্যাচের সেরা হয়েছিলেন হ্যাজলেউড। 


২০১২ সালে চাম্পিয়ন্স লিগ টি২০ ফাইনালে সিডনি সিক্সার্সের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দলও জিতেছিল।


২০১৪ সালে শেফিল্ড শিল্ড ফাইনালেও দুর্দান্ত বোলিং করেছিলেন হ্যাজলেউড।


২০১৫ বিশ্বকাপ ফাইনালে উইকেট না পেলেও ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়েছিলেন তিনি। 


২০১৯–২০ মরসুমে বিগ ব্যাশ ফাইনালে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন।


২০২১ সালেও টি২০ বিশ্বকাপ ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন হ্যাজলেউড।


২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে রান দিলেও দুই উইকেট নিয়েছিলেন। ভারতকে হারিয়ে কাপ জিতেছিল অস্ট্রেলিয়া।


এই সাতটা ফাইনালে তিনি নিয়েছেন ২৩ উইকেট। আর চারটি টি২০ টুর্নামেন্টের ফাইনালে নিয়েছেন ১১ উইকেট।