আজকাল ওয়েবডেস্ক: মীরট মাভেরিক্স অধিনায়ক রিঙ্কু সিং দারুণ ছন্দে। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে তিনি আগুনে ফর্মে ধরা দিলেন। আর তা দেখে অনেকেই মনে করছেন এশিয়া কাপে ফিনিশার হিসেবে ধরা দেবেন রিঙ্কু। কাশী রুদ্রর বিরুদ্ধে রিঙ্কু ৪৮ বলে ৭৮ রানে অপরাজিত থেকে যান। ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। রিঙ্কুর দল সাত উইকেটে ম্যাচ জেতে।
১৩৬ রান তাড়া করতে নেমেছিল মাভেরিক। তিন উইকেট হারিয়ে ২৬ রানে ধুঁকছিল রিঙ্কুর দল। কিন্তু রিঙ্কু নামতেই পরিস্থিতি বদলে যায়। মাধব কৌশিকের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন বাঁ হাতি ব্যাটার। কৌশিক ২০ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। এই দু'জনের জুটি মাভেরিকের জয় ত্বরান্বিত করে। ১৫.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় মাভেরিক।
আরও পড়ুন: 'কারও গলগ্রহ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভাল', মোহনবাগানের ডিফেন্ডার এখন আট হাজার টাকার কেয়ারটেকার...
দিন কয়েক আগেই গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে ৪৮ বলে ১০৮ রান করেছিলেন রিঙ্কু। সেই ইনিংসে সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও আটটি বিশালাকায় ছক্কা। অথচ একসময়ে ৪ উইকেটে ৩৮ রান হয়ে গিয়েছিল মাভেরিকের। সবাই ধরেই নিয়েছিলেন রিঙ্কুর দল ম্যাচটা হারবে। কিন্তু ত্রাতা হয়ে ধরা দেন নাইট-তারকা।
২৭ বছর বয়সী রিঙ্কু ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৫৪৬ রান তাঁর ঝুলিতে। এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন রিঙ্কু। তিনি বলছেন, ''আমার প্রস্তুতি ভালই। প্র্যাকটিস ম্যাচ খেলেছি। রান পেয়েছি। আর তা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।''
উল্লেখযোগ্য ভাবে রিঙ্কু ফিনিশার ট্যাগ সরিয়ে রেখেছেন। দেশের হয়ে এবং আইপিএলে পাচ নম্বরে ধারাবাহিকতা দেখাচ্ছেন। রিঙ্কু বলেছেন, ''কেবলমাত্র ফিনিশার হিসেবে আমি নিজেকে দেখি না। দলের যেখানে প্রযোজন সেখানে ব্যাট করতেই আমি স্বচ্ছন্দবোধ করি।''
উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগ দেখেছে পার্ট টাইম বোলার রিঙ্কুকে। তাঁর অলরাউন্ড দক্ষতা ভারতীয় দলকে এশিয়া কাপে নমনীয়তা দেবে। এশিয়া কাপের ঠিক আগে রিঙ্কু কি ছন্দে ফিরেছেন। মরুদেশে তিনি কী করেন, সেটাই দেখার।
এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।
আরও পড়ুন: ধোনিকে বিরাট দায়িত্ব বোর্ডের, কিন্তু কাঁটা যে গম্ভীর...মাহি কী করবেন?
