আজকাল ওয়েবডেস্ক: রোহিতের জন্য ভারত-অস্ট্রেলিয়া সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাত মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন হয় হিটম্যানের। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়। সিরিজের প্রাক্কালে শুভমন গিলের কাছে নেতৃত্ব খোয়ান। তিন ম্যাচে ২০২ রান করেন রোহিত। যার ফলে সিরিজ সেরা হন। তবে মাত্র একটি পুরস্কারে থেমে থাকেননি। আরও একটি স্বীকৃতি পান। ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজও হন। এই বিশেষ পুরস্কার পান ভারতীয় টিম ম্যানেজমেন্টের থেকে। টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু বলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার বিশেষ একজনকে দিতে পেরে ভাল লাগছে।আমরা নিশ্চিত সবাই মেনে নেবে, ও প্লেয়ারদের নেতা। অভিজ্ঞ প্লেয়ার।' 

অস্ট্রেলিয়া সিরিজ রোহিতের জেদ, প্রত্যয়, আত্মবিশ্বাস এবং দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। ম্যাচ জেতানোর ক্ষমতা আরও একবার তুলে ধরেন হিটম্যান। পারথে এক অক্ষরের রানের পর দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান। ৯৭ বলে ৭৩ রান করেন। অ্যাডিলেডে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে পাওয়া যায়নি। সিডনিতে শতরান করেন। দেখিয়ে দেন, এখনও ২০২৭ বিশ্বকাপ খেলার ক্ষমতা রাখেন তিনি। ফিটনেস থেকে ফর্ম, সবই তাঁর দিকে রয়েছে। 

তৃতীয় একদিনের সিরিজের পর রোহিত, বিরাটের প্রশংসা করেন গৌতম গম্ভীর। গম্ভীর বলেন, 'আমার মনে হয়, রোহিত এবং শুভমনের মধ্যে পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিনা উইকেটে ওরা ৬০ রান যোগ করে। তারপর রোহিত এবং বিরাটের মধ্যে পার্টনারশিপও অনবদ্য। একশো রানের আলাদা উল্লেখ করতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও ম্যাচটা শেষ করেছে। বিরাটও তাই।' বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে তেমনই জানান ভারতের কোচ। অপরাজিত থেকে ম্যাচটা শেষ করেন রোহিত এবং বিরাট। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'দলের জন্য রোহিত এবং বিরাটের অপরাজিত থেকে ম্যাচটা শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। রান তাড়া করতে নেমে নিখুঁতভাবে কী করে শেষ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি আমরা। আমরা সেটা ভালভাবেই করেছি।'