আজকাল ওয়েবডেস্ক: সাদা বলে নেতৃত্ব দিয়ে তিনি দারুণ সফল। জয়ের শতকরা হার ৭৩.৫ শতাংশ। একশোটার কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। রোহিতের নেতৃত্বে দুটো আইসিসি ট্রফি জিতেছে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বজয়আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ প্রায় জিতেই গিয়েছিল ভারত। এরকম সফল একজন নেতাকেও সরে যেতে হল! জাতীয় দলের নেতা হিসেবে দারুণ সফল রোহিতকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে বাতিলের তালিকায় ফেলে দিয়েছিল মুম্বই। মুম্বই ক্রিকেটের বৃত্তে তাঁকে বলা হত অত্য়ন্ত 'মেজাজি এবং পাগল'। ভারতের প্রাক্তন কোচ অভিষেক নায়ার ১৩ বছর আগের ঘটনার উল্লেখ করে জানালেন কীভাবে রোহিতকে পাগল ও মেজাজি আখ্যা দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন: কেন নেতৃত্ব থেকে সরানো হল রোহিতকে? কী ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক?

সেই সময়ে রোহিত ভারতীয় ওয়ানডে ও টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন না। মুম্বই রঞ্জি দলের অধিনায়ক তখন ছিলেন অজিত আগরকর। সেই মরশুমে আগরকর চোট পেয়েছিলেন। ফলে রোহিতকে স্টপ গ্যাপ হিসেবে নেতৃত্ব দেওয়া হয়েছিল। অভিষেক নায়ার বলছেন, ''খুব বেশি মানুষ এটা জানেন না। মুম্বই রঞ্জি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিতকে। সেই বছর মুম্বই চ্যাম্পিয়ন হয়েছিল। অজিত আগরকর অধিনায়ক ছিল। চোট পেয়ে গেল অজিত। রোহিতকে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন করা হয় দুটো ম্যাচের জন্য। তারপরই ওরা ওকে বলল, ইয়ে পাগল হ্যায়মুম্বইয়ের এটাই রোহিত সম্পর্কে ধারণা ছিল--ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য কিন্তু ক্যাপ্টেন হিসেবে মেজাজি''

অথচ এরকম এক নেতা জাতীয় দলের জার্সিতে এত সফল হলেন কীভাবে! অবাক হওয়ার মতো ব্যাপার। পুরনো গল্প বলে চলেন নায়ার, ''ঘটনাক্রমে রোহিতের হাত থেকে নেতৃত্ব আমি পাই। আমার নেতৃত্বে রোহিত খেলেছিল। অজিত ফিরে আসার পরে ওই দলকে নেতৃত্ব দেয়। কিন্তু নেতৃত্ব দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বুঝতে পারি ও কী ভীষণ একজন ক্রিকেট ব্যক্তিত্ব। ওর দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করেছিল''

সেই রোহিত শর্মার হাত থেকে চলে গেল নেতৃত্ব। অবশ্য নেতৃত্ব যে টলমল তা বোঝাই গিয়েছিল। অনেকেই দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার সেটাই হল। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক

ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন না থাকলেও দলে জায়গা পেয়েছেন মুম্বইকর। বিরাট কোহলিও দলে জায়গা পেয়েছেন। তবে নেতৃত্ব হিটম্যানের হাতে না থাকায় আশঙ্কা করা হচ্ছে, জাতীয় দলের দরজাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তাঁর জন্য।

কিন্তু রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেন? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকারওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।'' 

আরও পড়ুন: গত এক মাসে চারবার, কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই বিশ্বকাপে পাকিস্তান বধ সেরে ফেললেন ভারতের লক্ষ্মীরা...