আজকাল ওয়েবডেস্ক: ভারতের ইংল্যান্ড সফরের আগে বড় খবর। বড় সড় ধাক্কা খেতে চলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া।
সূচি বিভ্রাটের জন্য ভারতের নব্য অধিনায়ক শুভমান গিলকে পাওয়া যাবে না ইংল্যান্ড সফরের একেবারে শুরুতেই। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে গিলকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।
কিন্তু কেন গিল নামতে পারবেন না? চলতি আইপিএলে গিলের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স গুজরাট টাইটান্সের। তারা যদি আইপিএলের ফাইনালে পৌঁছয় তাহলে ৬ তারিখের ওয়ার্ম আপ ম্যাচে গিলের নামা কঠিন।
আইপিএল খেলার ধকলের পরেই ইংল্যান্ডে গিয়ে নেমে পড়া কঠিন। তার উপরে এবার গিলের উপর দায়িত্ব অনেক। তাঁকে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ম্যানেজমেন্ট গিলকে ৪৬ দিনের সফরের আগে পুরোদস্তুর বিশ্রাম নেওয়ার কথা বলেছে।
সেই প্রতিবেদন অনুযায়ী, ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে নামতে পারবেন না। ৬ জুন সেই ম্যাচ। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন গিল। ৩ জুন আইপিএল ফাইনাল। সেই ফাইনালের জন্য তৈরি হচ্ছেন শুভমান গিল।
২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্টে অবশ্য গিল নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে।
