আজকাল ওয়েবডেস্ক: কবে মাঠে ফিরবেন শ্রেয়স আইয়ার? বাঁদিকের পাঁজরের নীচের অংশে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। প্রাথমিকভাবে তাঁকে সিডনির এক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে আপাতত বিপদ কেটেছে শ্রেয়সের। কিন্তু চিকিৎসকদের অনুমান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তারকা ব্যাটারের অন্তত তিনমাস সময় লাগবে। রিকভারির সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে শ্রেয়সকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) তরফে জানানো হয়েছে, আইয়ারের বাঁদিকের পাঁজরের নীচের অংশে আঘাত লেগেছে। স্ক্যানে প্লীহায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্লীহায় আঘাতের কারণেই শুরু হয় রক্তক্ষরণ। তার জেরে শ্রেয়স ড্রেসিংরুমেই অজ্ঞান হয়ে পড়েন বলে সূত্রের খবর। প্লীহায় আঘাত লাগা নিয়েই শ্রেয়সকে নিয়ে উদ্বেগ ছড়ায়। তাঁকে তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয়। তবে দ্রুত চিকিৎসা হয়েছে তাঁর। ফলে শ্রেয়স বিপন্মুক্ত।
আরও পড়ুন: একদা বঙ্গ বিজেপির অভিভাবক! সেই কৈলাশ বলছেন, ‘অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের উচিত শিক্ষা হয়েছে’
তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও খুবই সতর্ক থাকতে হবে তারকা ক্রিকেটারকে। কারণ প্লীহায় আঘাত লাগলে তা সারতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। এই সময়টা পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে। দেহে আঘাত লাগতে পারে এমন কোনও কাজ করা যাবে না। ভারী বা কষ্টসাধ্য কাজ থেকেও দূরে থাকতে হবে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লীহা থেকে রক্তক্ষরণ হতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি হিসেবে এবার রঞ্জি খেলবেন যশস্বী ...
চিকিৎসকরা প্রথমে খতিয়ে দেখবেন, প্লীহার আঘাত পুরোপুরি সেরেছে কিনা। তারপরেই মাঠে নেমে হালকা ট্রেনিংয়ের অনুমতি পাবেন শ্রেয়স। সেখান থেকে ধীরে ধীরে ফিট হয়ে মাঠে নামতে পারবেন তিনি। অর্থাৎ গোটা প্রক্রিয়ায় অন্তত তিনমাস সময় লাগতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে টি–টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেখানে শ্রেয়সের খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে চোটের ফলে। আপাতত সিডনির হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন শ্রেয়স। এমনটাই জানা যাচ্ছে। পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
