আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। আইসিইউ থেকে বেরোলেন শ্রেয়স আইয়ার। একটি রিপোর্ট অনুযায়ী, সোমবার ভারতীয় সময় বিকেলে আইসিইউ থেকে ছাড়া পান তারকা ক্রিকেটার। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হয় টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পেছনে ছুটে দুর্দান্ত ক্যাচ ধরেন। কিন্তু সেই প্রক্রিয়ায় নিজেকে আহত করেন। বুকের বাঁ পাঁজরে চোট পান। সংবাদসংস্থা পিটিআইয়ের একটি রিপোর্টে বলা হয়, 'আইয়ার ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে যায়। শরীরের অত্যাবশ্যকীয় লক্ষণগুলো স্বাভাবিকের থেকে কমে যায়। তারপরই তড়িঘড়ি শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ড্রেসিংরুমে ফেরার পর অসুস্থ বোধ করায়, দ্রুত ব্যবস্থা নেয় বোর্ড। দলের ডাক্তার এবং ফিজিও কোনও ঝুঁকি নেয়নি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অবস্থা স্থিতিশীল। তবে পরিস্থিতি মারাত্মক হতে পারত। আশা করা যাচ্ছে, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।' 

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সকে আইসিইউ থেকে বের করা হয়েছে। অবস্থা এখনও সূক্ষ্ম হলেও স্থিতিশীল। রিপোর্টে বলা হয়েছে, 'সূত্র বলছে, আইয়ার বিপদমুক্ত। হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার পর তাঁর বুকের পাঁজরের তলার অংশে রক্তক্ষরণ হয়। তাঁকে দ্রুত সিডনির হাসপাতালে ভর্তি করা হয়। টিমের ডাক্তার রিজওয়ান সর্বত্র তাঁর পাশে আছে। কয়েকজন স্থানীয় বন্ধুও শ্রেয়সের সঙ্গে আছে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে‌,‌ পরিবারের একজন মুম্বই থেকে সিডনি উড়ে যাবে। সপ্তাহান্তে পরিবারের লোকেরা ভিসার আবেদন করতে পারেনি, তাই প্রক্রিয়ার কিছুটা দেরি হয়।' 

শনিবার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩ ওভারে এই ঘটনা ঘটে। হর্ষিত রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে ক্যাচ ধরেন শ্রেয়স। ভারত গুরুত্বপূর্ণ উইকেট পেলেও, চোট পান তারকা ক্রিকেটার। বাঁ দিকের বুক ধরে মাটিতে শুয়ে পড়েন শ্রেয়স। তারপর সতীর্থ এবং ফিজিও কমলেশ জৈনের সাহায্যে মাঠ ছাড়েন।