আজকাল ওয়েবডেস্ক: কেমন আছেন শ্রেয়স আইয়ার? হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার ব্যাটার। জানা গেছে, প্লীহার চোট সারিয়ে সুস্থ হচ্ছেন আইয়ার। অস্ত্রোপচারও হয়েছে শ্রেয়সের। এদিকে, দাদা শ্রেয়সের পাশে থাকতে সিডনি উড়ে যাচ্ছেন বোন শ্রেষ্ঠা। এদিকে, শ্রেয়সের দ্রুত সুস্থতা কামনা করে ছটপুজোয় প্রার্থনা করতে দেখা গেল সূর্যকুমার যাদবের মা’কে।
সিডনির হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে শ্রেয়সের। দু’দিন আগেই তাঁকে আইসিইউ থেকে বার করা হয়েছে। এখন সাধারণ বেডে রয়েছেন তিনি। সেখানেই কর্তব্যরত নার্সদের সঙ্গে হাসিঠাট্টা, মজা করছেন বলে জানা গিয়েছে। বোঝা গিয়েছে, তিনি এখন অনেকটাই স্থিতিশীল।
আরও পড়ুন: রোহিতের বিরল রেকর্ড, ‘বৃদ্ধ’ বয়সে শীর্ষে উঠে নয়া নজির গড়লেন হিটম্যান
এদিকে, ছেলের পাশে থাকতে শ্রেয়সের বাবা এবং মা সিডনি যাবেন বলে জানা গিয়েছে। ভিসা পেতে দেরি হওয়ায় তাঁরা সেই যাত্রা বাতিল করেন। তবে শ্রেয়সের বোন শ্রেষ্ঠা সিডনি যাচ্ছেন। ভারতীয় বোর্ডই যাবতীয় ব্যবস্থা করে দিয়েছে বলে জানা গিয়েছে। বুধবারই তিনি সিডনির উদ্দেশে রওনা দেবেন। শ্রেয়স যত দিন না দেশে ফিরছেন তত দিন তিনি সঙ্গে থাকবেন।
শ্রেয়সের চিকিৎসার জন্য সিডনিতে সর্বক্ষণ পাশে আছেন বোর্ডের চিকিৎসক রিজওয়ান খান। পাশাপাশি মুম্বই থেকে অনবরত যোগাযোগ রেখে যাচ্ছেন দীনশ পারদিওলা। তিনিই সিডনির ওই হাসপাতালকে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। পারদিওলা প্রশংসা করেছেন মাঠে থাকা চিকিৎসকদের, যাঁরা দ্রুত শ্রেয়সকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। না হলে পরিস্থিতি আরও বিগড়ে যেত।
আরও পড়ুন: প্রথম একাদশে নেই অর্শদীপ, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করল ভারত...
এদিকে, ছটপুজো দিতে গিয়ে সূর্যের মায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমি এটাই বলতে চাই, আপনারা সকলে শ্রেয়স আইয়ারের জন্য প্রার্থনা করুন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায়।’
এদিকে, সূর্যর সঙ্গে শ্রেয়সের কথা হয়েছে বলে আগেই জানা গিয়েছিল।
