আজকাল ওয়েবডেস্ক: সবাইকে চমকে দিয়ে রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন। জানিয়ে দিলেন, অনেক হয়েছে। আর নয়। টেস্ট আর তিনি খেলবেন না। তবে ওয়ানডে খেলবেন তিনি।
রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ায় সাদা পোশাকের ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শুভমান গিল। ইংল্যান্ড সফরে টেস্টে গিলের হাতে উঠতে পারে নেতৃত্বের ব্যাটন। জাতীয় নির্বাচকরাও তাঁর দিকেই।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে ইঙ্গিত পাওয়া গিয়েছিল রোহিতের কথা আর ভাবছেন না নির্বাচকরা। লাল বলের ফরম্যাটে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত ছিলেন নির্বাচকরা। সেই কারণেই গত মাসে নিজেদের মধ্যে আলোচনায় স্থির করে ফেলেছিলেন রোহিতের পরিবর্তে তরুণ কোনও ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হবে অধিনায়কের আর্মব্যান্ড। তাঁকে তৈরি করা হবে পরবর্তী ক্রিকেট চক্রের জন্য। নিজের ভাগ্য পড়ে ফেলেই হয়তো তড়িঘড়ি করে টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন রোহিত।
ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার স্থির করে ফেলা হয়েছিল। সব দেখে শুনেই হয়তো রোহিত নিজের টেস্ট কেরিয়ারকে থামিয়ে দিলেন বুধবার। আর রোহিত অবসর গ্রহণ করায় নেতৃত্বের ব্যাপারে গিলের সম্ভাবনা বাড়ল।
