আজকাল ওয়েবডেস্ক:‌ এবার চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা। নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ ইডেনে। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। 


ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৪ থেকে ১৮ নভেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হবে ইডেনে। দ্বিতীয় টেস্টটি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে চুনকাম করেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের কাছে প্রথম টেস্ট হারলেও পরের টেস্টেই জোরদার কামব্যাক করেছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্টেই খেলতে পারেননি বাভুমা। নেতৃত্ব দিয়েছিলেন আইডেন মার্করাম।
তবে ভারতের মাটিতে কামব্যাক হতে চলেছে প্রোটিয়া অধিনায়কের। ১৫ জনের দলে তিনজন স্পেশালিস্ট স্পিনার রয়েছেন। তাঁরা হলেন কেশব মহারাজ, সিমন হারমান ও সেনুরান মুত্থুস্বামী। তিন পেসার হলেন কাগিসো রাবাডা, মার্কো জানসেন, কোরবিন বশ। তবে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলা ডেভিড বেডিংহাম বাদ পড়েছেন। সম্প্রতি পাক দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভারতের মাটিতেও কাজে লাগবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। সেই জন্য দলে বেশি পরীক্ষানিরীক্ষায় রাজি নয় টিম ম্যানেজমেন্ট।


আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় তিনে আছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে। টেস্ট সিরিজ শুরুর আগে চারদিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল।


দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডে জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, জুবায়ের হামজা, কোরবিন বশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, সেনুরান মুত্থুস্বামী, সিমন হারমার, কাগিসো রাবাডা, কেশব মহারাজ।