আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুটো ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ চারে চলে গিয়েছে ভারতীয় দল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার গ্রুপের শেষ ম্যাচ। শুক্রবার ভারতীয় দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন কেএল রাহুল। সাংবাদিক সম্মেলনও করেন। দুবাইয়ে যখন পরের ম্যাচের প্রস্তুতিতে মগ্ন জামাই, মুম্বইয়ে বসে খুশি খবর দিলেন শ্বশুর। সুনীল শেঠি জানান, এপ্রিলেই বাবা হচ্ছেন কেএল রাহুল। অর্থাৎ, আইপিএলের মাঝেই বাবা হতে চলেছেন তারকা ক্রিকেটার। গত নভেম্বরে মাতৃত্বের ঘোষণা করেন রাহুলের স্ত্রী আথিয়া শেঠি। তবে কবে সন্তানের জন্ম হবে সেই বিষয়ে কিছু জানাননি। এবার সেই খবর ফাঁস করলেন সুনীল শেঠি। একটি পডকাস্টে তিনি এই খবর জানান। 

কথা প্রসঙ্গে তাঁদের সন্তান জন্মের দিনক্ষণ জানিয়ে দেন সুনীল শেঠি। নৈশভোজের সময় তাঁদের পরিবারে কি আলোচনা হয়, সেটা জানতে চাওয়া হয়েছিল। তার উত্তরে রাহুলের শ্বশুর জানান, বর্তমানে শুধুমাত্র হবু নাতি-নাতনিদের নিয়েই কথা হয়। সুনীল বলেন, 'আমাদের মধ্যে এখন শুধু হবু নাতি-নাতনিদের নিয়েই কথা হয়। এছাড়া আর কোনও বিষয়ে আলোচনা হয় না। কারণ আমরা এখন অন্য কোনও আলোচনা করতে চাই না। আপাতত আমরা এপ্রিলে আথিয়ার সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছি।' মাতৃত্বের পর্ব চলাকালীন আথিয়ার আচরণের প্রশংসা করেন সুনীল। জানান, ছেলে হোক বা মেয়ে, তাঁদের কোনও আলাদা পছন্দ নেই। সাদরে গ্রহণ করা হবে।