আজকাল ওয়েবডেস্ক: বিদেশ সফরে প্লেয়ারদের পরিবার নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। দিন বেঁধে দেওয়া হয়েছে। বিদেশ সফরে প্লেয়ারদের পরিবার দুই সপ্তাহ থাকতে পারবে। তারপর ফিরে যেতে হবে। এবার এই সিদ্ধান্তের প্রতি সরব হলেন সুরেশ রায়না। দাবি, এটা প্লেয়ারদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। রায়না বলেন, 'বিদেশ সফরে পরিবারের থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিসিসিআই পরিবারের প্রতি নিষেধাজ্ঞা জারি করে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। আমি এর বিরুদ্ধে। দুই মাসের সফরে যায় ক্রিকেটাররা। তাই পরিবারকে অনুমতি দেওয়া উচিত। এমন নয় যে ওরা আমাদের বিরুদ্ধে। ওরাও চায় আমরা রান করি। দেশের জয় চায়।' 

রায়না মনে করেন, ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকলে সেটা বরং মানসিকভাবে সাহায্য করে। খারাপ সময় নিজের লোকদের পাশে পাওয়া বড় স্বস্তি। রায়না বলেন, 'মানসিক স্বাস্থ্য আজকাল বড় বিষয়। অনেক সময় এই সমস্যায় ভোগে ক্রিকেটাররা। কোনও প্লেয়ার যখন রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তাঁর জায়গা দখল করার জন্য কেউ অপেক্ষা করছে, তখন মানসিক সমস্যা তৈরি হয়। বাদ পড়ার ভয় মনের ভেতর ঢুকে পড়ে। এই অবস্থায় কারোর সঙ্গে কথা বলতে চায় ক্রিকেটারের। আনন্দের সময় হয়ত কাউকে লাগে না। কিন্তু হতাশ থাকাকালীন সতীর্থের সঙ্গেও মন খুলে কথা বলতে পারে না প্লেয়াররা। ভাবে কোচ বা অধিনায়কের কানে চলে যাবে।' প্রাক্তন তারকার দাবি, অনেকে এই বিষয়টি ভয় পায়। অন্যান্যরা কীভাবে নেবে সেই নিয়ে সন্দিহান থাকে। এই প্রসঙ্গে রায়না বলেন, 'প্লেয়াররা ইতস্তত বোধ করে। ভাবুন বিরাট কোহলি খেলছে, এবং গ্যালারিতে ওর মেয়ে হাততালি দিচ্ছে। এটা একটা গর্বের মুহূর্ত। ও আরও উজ্জীবিত হয়ে যাবে।' সার্বিকভাবে জানান, পরিবারের উপস্থিতি প্লেয়ারদের চাঙ্গা রাখার পাশাপাশি পারফরম্যান্সে উন্নতি ঘটাতে পারে। 

বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর দশ দফা নির্দেশিকা আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশ সফরে ব্যক্তিগত রাঁধুনি, স্টাইলিস্ট, স্টাফ নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়, বিদেশ সফরে বোর্ড দু'জন রাঁধুনি পাঠাবে। তাঁরাই ক্রিকেটারদের যাবতীয় আবদার মেটাবে। এছাড়াও নির্দেশিকার মধ্যে ছিল ক্রিকেটারদের পরিবার নিয়ে একটি নিয়মও। কিন্তু তাতে কিছুটা শিথিলতা বা পরিবর্তন এনেছে বিসিসিআই। আগে জানানো হয়েছিল, ৪৫ দিনের বিদেশ সফরে ১৪ দিনের বেশি থাকতে পারবে না ক্রিকেটারদের পরিবার। ছোট সফরে সেই সময়সীমা কমে হবে সাত দিন। কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী, এই নিয়মে পরিবর্তন আনতে চলেছে বোর্ড। বিদেশ সফরে কোনও প্লেয়ার তাঁর পরিবারকে নির্দিষ্ট দিনের বেশি রাখতে চাইলে, তাঁকে বোর্ডের থেকে আগাম অনুমতি নিতে হবে। এই নিয়মের বিরুদ্ধে সবার আগে সরব হন বিরাট কোহলি। বিরক্তি প্রকাশ করেন। পরের সফরেই অনুষ্কা সহ কোহলির মেয়ে এবং ছেলেকে গোটা সফর দলের সঙ্গে থাকতে দেখা যায়। বোর্ডের এই নিয়মের বিরোধিতা করেন কপিল দেবও। বিদেশিদের মধ্যে কোহলিদের সমর্থন জানান জস বাটলার। স্পষ্ট জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নিয়মকে তিনি সমর্থন করতে পারছেন না। তিনিও বিদেশ সফরে প্লেয়ারদের সঙ্গে পরিবার রাখায় বিশ্বাসী।