আজকাল ওয়েবডেস্ক: ফের একবার আইপিএল খেলার সুযোগ পেলে কোন দলকে বাছবেন? আরসিবি কিংবা সিএসকে নয়। রায়নার পছন্দ মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পাশে খেলা স্বপ্ন তাঁর।
২০২২ সালের সেপ্টেম্বরেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেন সুরেশ রায়না। টিম ইন্ডিয়ার পাশাপাশি আইপিএলে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের হয়ে। তবে দীর্ঘ কেরিয়ারটা খেলেছেন চেন্নাইয়ের হয়েই।
আইপিএল তিনি শেষ খেলেছেন সেই ২০২১ সালে। শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তবে ফের একবার আইপিএল খেলার সুযোগ পেলে রায়না চান মুম্বইয়ে খেলতে। কিন্তু কেন? রায়নার কথায়, ‘দক্ষিণে আমি খেলেছি। তাই পশ্চিমে খেলতে চাই। বরাবরই মুম্বইয়ের হয়ে খেলতে চেয়েছিলাম। রোহিতের ব্যাটিং, ওপেনিংয়ে এতটা আক্রমণাত্মক আমি দেখিনি। চাইব তিনে নামতে। চাইব ওয়াংখেড়েতে অন্তত আটটা ম্যাচ খেলতে।’
শুধু তাই নয়, রায়না চান সেই মুম্বই দলে রোহিত, পোলার্ড, ব্র্যাভো, হরভজন, নেহরা, জাহিররা খেলুন। রায়নার কথায়, ‘মুম্বই ইন্ডিয়ান্স অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি। সবচেয়ে ভাল লাগবে রোহিতের সঙ্গে জুটি বাঁধতে পারলে। তিনে আমি আসব। চারে পোলার্ড। এরপর ব্র্যাভো, ভাজ্জি, নেহরা ও জাহির।’
প্রসঙ্গত, চেন্নাইয়ে ১১ মরসুমে রায়না করেছিলেন ৪৬৮৭ রান। ১৭১ ইনিংসে। করেছেন ৩৩ অর্ধশতরান ও ১টি শতরান। আর আইপিএলে সব মিলিয়ে রায়না খেলেছেন ২০৫ ম্যাচ। রান ৫৫২৮।
