আজকাল ওয়েবডেস্ক: আইসিসি হল অফ ফেমে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই সম্মান পাওয়ার পর এককালীন সতীর্থ এবং বন্ধুর উদ্দেশে একটি আবেগপ্রবণ বার্তা দেন সুরেশ রায়না। সোমবার লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। ১১তম ভারতীয় হিসেবে 'হল অফ ফেম' এ জায়গা পেলেন ধোনি। রায়না মনে করেন, তাঁর এই সম্মান প্রাপ্য। ঠাণ্ডা মাথায় অধিনায়কত্ব এবং তরুণ প্রজন্মের কাছে ধোনি অনুপ্রেরণা। ইনস্টাগ্রামে রায়না লেখেন, 'কিংবদন্তি এবার হল অফ ফেমে প্রবেশ করল। অসামান্য কেরিয়ার এবং ক্রিকেটে অবদান তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। দুর্ধর্ষ ম্যাচ ফিনিশ থেকে গেম চেঞ্জিং নেতৃত্ব, ধোনি ভাই ক্রিকেটে একটা জায়গা তৈরি করেছে। ঠাণ্ডা স্বভাব, রেজর শার্প প্রবৃত্তি এবং দায়বদ্ধতা সবাইকে অনুপ্রাণিত করেছে। সত্যিকারের আইকন এবং কিংবদন্তি। ও নতুন প্রজন্মেরও অনুপ্রেরণা।'
আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখা ক্রিকেটারদের হল অফ ফেম'এ অন্তর্ভুক্ত করা হয়। নিয়ম অনুযায়ী, দেশের হয়ে শেষ ম্যাচ খেলার পাঁচ বছর পর এই সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করে ক্রিকেটাররা। অধিনায়ক ধোনির রেকর্ড অনবদ্য। অনভিজ্ঞ দল নিয়ে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জয় থেকে ২০১১ একদিনের বিশ্বকাপ জয়। তারপরই ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। একমাত্র অধিনায়ক হিসেবে সবকটা আইসিসি সাদা বলের ট্রফি জেতার রেকর্ড ধোনির। ব্যাটার হিসেবে ফিনিশারের ভূমিকা পালন করেন। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রান এই ফরম্যাটে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ। একদিনের ক্রিকেটে ১০,০০০ এর বেশি রান। গড় ৫০.৫৭। উইকেটের পেছনেও গেমচেঞ্জার ছিলেন। বিদ্যুৎ গতিতে স্ট্যাম্পিং করতেন। ধোনির এই সম্মানে উল্লসিত রায়না।
