আজকাল ওয়েবডেস্ক: সন্দীপ নন্দীর পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন আরেক প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি। ফেসবুকে নবি বললেন, ''স্প্যানিশ কোচ আমাদের দেশে টাকা রোজগার করতে এসেছেন। আর এই দেশে এসে এখানকার ছেলেকে অসম্মান-অপমান করছে। এত বড় স্পর্ধা কী করে হয়?'' 

কালীপুজোর দিন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে মনোমালিন্যের জেরে সন্দীপ নন্দী গোয়া থেকে ফিরে আসেন কলকাতায়। তার পর থেকে চর্চায় শুধুই সন্দীপ নন্দী। 

সমাজমাধ্যমে সন্দীপকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে। যা দেখার পরে সন্দীপ নিজেও হতবাক। যে দলের হয়ে তিনি ঘাম-রক্ত ঝরিয়েছেন, সেই ক্লাবের সমর্থকরা তাঁকে কটাক্ষ করছেন জেনে হতাশ সন্দীপ। 

আরও পড়ুন: 'কাঠগড়ায় তোলা হল দেবজিৎকে...', জামাইয়ের পাশে দাঁড়িয়ে অস্কার নীতির সমালোচনায় প্রাক্তন তারকা সমীর চৌধুরী...

দেশের অন্যতম সেরা গোলকিপারদের তালিকায়  সন্দীপ একদম উপরের দিকেই থাকবেন। ইস্টবেঙ্গলের সোনালী ইতিহাসে বঙ্গসন্তানের অনেক অবদান রয়েছে। আশিয়ান-জয়ী দলের সদস্য তিনি।  নবি সেই কথা সমর্থকদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ''সন্দীপ নন্দী সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। ইস্টবেঙ্গলের সাফল্যের পিছনে অনেক অবদান রয়েছে। সমর্থকদের উদ্দেশে বলব, কার সম্পর্কে কী বলছেন ভেবে বলুন। সাদা চামড়ার উপরে আপনাদের এত দুর্বলতা কেন?'' 

নিজের দেশে বিদেশি কোচের কাছে অসম্মানিত-অপমানিত সন্দীপ। বিদেশ থেকে আগত কোচ কীভাবে দেশের অন্যতম সেরা গোলকিপারকে অসম্মানিত করতে পারেন সেটাই বোধগম্য হচ্ছে না নবির। তিনি প্রাক্তন ফুটবলারদের একজোট হওয়ার আহ্বান করছেন। 

 

সন্দীপ অবশ্য ইস্টবেঙ্গলের কথা ভেবে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করছেন। তবে বৃহত্তর সংগ্রামের রাস্তা নেবেন তিনি। অপেক্ষা করছেন প্রাণাধিক প্রিয় ইস্টবেঙ্গলের সুপার কাপ ম্যাচের জন্য। সুপার কাপ শেষ হলে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। 

সন্দীপের অকস্মাৎ পদত্যাগ এবং বিস্ফোরণে ইস্টবেঙ্গল শিবিরও কি খানিক টলমলে? ইমামি কর্তা এদিন মুখ খুলেছেন। সন্দীপকে একপ্রকার তোপ দেগেই বলেছেন, '' ''সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে, তবে ও আগে বলেনি কেন?'' সন্দীপ-অধ্যায় ইস্টবেঙ্গল দলের উপরে প্রভাব ফেলবে না বলে মনে করেন আদিত্য। তিনি বলেছেন, ''আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী, সন্দীপের এই বিতর্কিত ঘটনার প্রভাব দলের উপর পড়বে বলে মনে হয় না আমার।'' 

সন্দীপকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ভাসছে নানা ভুয়ো খবর। প্রভসুখান গিলের নাম করে ভুয়ো বার্তাও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকালই ছড়িয়ে গিয়েছিল সন্দীপ রাজস্থান ইউনাইটেডে যোগ দিয়েছেন। তার পরে প্রভসুখান গিলের ছবি দিয়ে ভুয়ো বার্তা দেখার পরে অবাক সন্দীপ। তাঁকে নিয়ে সমর্থকদের অভিমতে আরও আহত দেশের প্রাক্তন গোলকিপার। আহত গোলকিপার বলেই ফেলেন, ''আমি ফুটবল থেকে সন্ন্যাস নেব এবার। আমার কথা বিশ্বাস না করে সমর্থকরা একজন ভিনদেশি মানুষের কথা বিশ্বাস করছেন। এর থেকে অসম্মানের আর কী হতে পারে!''   

আরও পড়ুন: ‘ক্রীড়ামন্ত্রী-মুখ্যমন্ত্রীর কাছে যাব’, মহামেডানের ইনভেস্টর প্রসঙ্গে দীপেন্দু বিশ্বাসকে তীব্র আক্রমণ করে নওশাদ