আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না রোহিত শর্মা। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে টানা দু’ঘণ্টা ধরে অনুশীলন করলেন ভারতের প্রাক্তন একদিনের অধিনায়ক। সম্প্রতি ওডিআই নেতৃত্ব থেকে সরানো হলেও ব্যাট হাতে রোহিতকে দেখা গেল সম্পূর্ণ ছন্দে, আত্মবিশ্বাসী মেজাজে। অনুশীলনের সময় রোহিত খেলেছেন একাধিক ঝলমলে শট। তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে কভার ড্রাইভ থেকে শুরু করে নিখুঁত সুইপ, দর্শকদের উল্লাসে মুখরিত ছিল শিবাজি পার্ক।
শতাধিক ক্রিকেটপ্রেমী তাঁর ব্যাটিং দেখতে হাজির ছিলেন মাঠে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, রোহিত প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন এবং সেশনের পর বাড়ি ফিরে যান। পুরো সেশনে তাঁকে সাহায্য করেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। উপস্থিত ছিলেন মুম্বই ও কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী সহ আরও কয়েকজন স্থানীয় ক্রিকেটার। রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেও মাঠে উপস্থিত ছিলেন এবং সেশন শেষে ভক্তদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এই তারকা ব্যাটার।
ওডিআই অধিনায়কত্ব হারালেও ভারতীয় দলে রোহিতের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণই থাকবে। তরুণ ওপেনার শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটি হিসেবে তাঁকে দেখা যাবে আগামীতেও, এবং তাঁর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে নেতৃত্বের বদলের এই সময়ে। প্রস্তুতির অংশ হিসেবে ফিটনেসে মনোযোগ দিয়েছেন রোহিত। জানা গিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তিনি ওজন অনেকটাই কমিয়েছেন এবং ফিটনেস ধরে রাখছেন কঠোর নিয়মে।
এদিকে, রিপোর্ট বলছে, রোহিত ও বিরাট কোহলি দুজনেই ডিসেম্বর-জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন। বিশেষ করে বিজয় হাজারে ট্রফির তিন-চারটি ম্যাচে অংশ নিতে পারেন নিউজিল্যান্ড সিরিজের আগে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে রোহিত ও কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের জন্য দেশীয় টুর্নামেন্টে খেলা অত্যন্ত জরুরি—আর রোহিত শর্মা সেই প্রস্তুতিই নিচ্ছেন এখন শিবাজি পার্কে।
রোহিত শর্মা চলতি বছরেই ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন, তাঁকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। যদিও রোহিত এখনও অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।
এই প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানান, গিলকে অধিনায়ক করা ন্যায্য সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, রোহিতকে আগেই জানানো হয়েছে। এটি খুব স্বাভাবিক একটি পদক্ষেপ। আমার ক্ষেত্রেও হয়েছে, দ্রাবিড়ের ক্ষেত্রেও হয়েছে। প্রত্যেক বড় খেলোয়াড়ের কেরিয়ারে এক সময় এমনটা আসে। এমনকি শুভমান গিলকেও একদিন এই অবস্থার মুখোমুখি হতে হবে, যখন তাঁর বয়স হবে ৪০। খেলাধুলায় সবাইকে একসময় থামতেই হয়। গিলকে নেতৃত্বে নিয়ে আসাটা খারাপ সিদ্ধান্ত নয়। সে ইংল্যান্ডে দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। আমি মনে করি, এটা যথাযথ সিদ্ধান্ত। রোহিত খেলতে থাকবে, আর তারই সঙ্গে নতুন অধিনায়ককে গড়ে তোলা যাবে।’
২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবেন কি না সেই প্রসঙ্গে জানতে চাইলে সৌরভ বলেন, ‘ওদের ফিটনেসের ওপরই সবকিছু নির্ভর করছে। দু’জনেই এখন একটি করে ফরম্যাটে খেলে। তাই যদি তারা নিজেদের ফিট রাখে, নিয়মিত রান করে, তাহলে অবশ্যই খেলার সুযোগ থাকবে। তবে এটা সহজ নয়। আইপিএল খেলা সম্ভব, কিন্তু সেটা বছরে মাত্র দু’মাসের জন্য। তাই ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্সই এখানে মূল বিষয়।’
